আবেদ আলী : মো সফিক মিয়া বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউপির ৩নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা । স্ত্রী,পুত্র ও কন্যা সহ ৫ সদস্যের পরিবার তার।তিনি প্রায় ৬/৭ মাস যাবত অসুস্থ । একেবারেই চলাফেরা করতে পারেন না। বিছনার মধ্যেই শুয়ে শুয়ে তার দিন-রাত কাটে। তার বড় ছেলে অলিপুর (আরএফএল) এ সামান্য বেতনের চাকুরী করেন। এতে কোন রকম পরিবারের ভরণপোষণ করতেন। বর্তমানে করোনা ভাইরাসের কারণে তিনি তার কর্মস্থলে যেতে পারছেন না ।যার ফলে অসহায় অবস্থায় যীবনযাপন করছেন তার পরিবারটি। তাছাড়া তিনি অসুস্থ থাকার কারণে প্রতিদিন অনেক টাকার ঔষধ খেতে হয়।

ছবি : অসুস্থ্য শফিক মিয়া আজো কোনো খাদ্য সহায়তা পাননি