এখনও সরকারি ত্রাণ পাননি বাহুবলের অসুস্থ সফিক মিয়া - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 April 2020
আজকের সর্বশেষ সবখবর

এখনও সরকারি ত্রাণ পাননি বাহুবলের অসুস্থ সফিক মিয়া

Link Copied!

আবেদ আলী : মো সফিক মিয়া বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউপির ৩নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা । স্ত্রী,পুত্র ও কন্যা সহ ৫ সদস্যের পরিবার তার।তিনি প্রায় ৬/৭ মাস যাবত অসুস্থ । একেবারেই চলাফেরা করতে পারেন না। বিছনার মধ্যেই শুয়ে শুয়ে তার দিন-রাত কাটে। তার বড় ছেলে অলিপুর (আরএফএল) এ সামান্য বেতনের চাকুরী করেন। এতে কোন রকম পরিবারের ভরণপোষণ করতেন। বর্তমানে করোনা ভাইরাসের কারণে তিনি তার কর্মস্থলে যেতে পারছেন না ।যার ফলে অসহায় অবস্থায় যীবনযাপন করছেন তার পরিবারটি। তাছাড়া তিনি অসুস্থ থাকার কারণে প্রতিদিন অনেক টাকার ঔষধ খেতে হয়।

ছবি : অসুস্থ্য শফিক মিয়া আজো কোনো খাদ্য সহায়তা পাননি

বর্তমান অবস্থার কারণে য়েখানে দু’বেলা আহার যোগানোই মুশকিল হয়ে পড়েছে তার মধ্যে ঔষধ কেনাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তিনি ”দৈনিক আমার হবিগঞ্জ” কে জানান, তিনি এখন পর্যন্ত সরকারি কোন ধরণের সাহায্য সহযোগিতা পাননি। তিনি আরও জানান একাধিক বার যোগাযোগ করার পরও স্থানীর প্রতিনিধিরা তাকে কোন ধরণের সরকারি ত্রাণ দেননি এমনকি তাকে দেথতেও আসেননি। তবে স্বদিচ্ছা ফাউন্ডেশন নামের একটি সামাজিক স্বেচ্চাসেবী সংঘটন ও স্থানীয়দের মানবিক কিছু সাহায্য পেয়েছেন। যা দিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে তার সংসার চলছে।