এখনও প্রতিবন্ধী ভাতাসহ সরকারী কোন সাহায্য সহযোগিতা পাননি আয়চান বিবি। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 July 2020
আজকের সর্বশেষ সবখবর

এখনও প্রতিবন্ধী ভাতাসহ সরকারী কোন সাহায্য সহযোগিতা পাননি আয়চান বিবি।

Link Copied!

        জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী আয়চান বিবি

 



শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, নেই দুই চোখ, দেখেননি পৃথিবীর আলো বাতাস। বসবাস করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের মহলুল সুনামে। সংসারে একমাত্র মেয়ে হেলেনা আক্তার (৪৫) মেয়েটিকেও স্বামী রেখে পালিয়ে গেছে দেশের বাড়ি কুমিল্লায়। প্রায়সময়েই চোখে পড়ে হবিগঞ্জ শহরের ওলি গলীতে ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে ভিক্ষা করতে।

 

আয়চান বিবি বয়স আনুমানিক ৭০ বছর। স্বামী মারা গেছেন ৪৫ বছর আগে ৫,মাসের মেয়েকে রেখে। পরিবারে উপার্জনের মত নেই কোন পুরুষ, এই করোনা ভাইরাসের সময়ে আগের মত ভিক্ষা করে তেমন সহায়তাও পাচ্ছেন না। অনাহারে দিনের পর দিন পার করছেন। পাচ্ছেন না সরকারের দেয়া সামান্যতম সাহায্য এবং প্রণোদনা। বঞ্চিত হচ্ছেন বয়স্ক, বিধবা, এবং প্রতিবন্ধী ভাতা থেকেও।

 

ওনার মেয়ে হেলেনা আক্তারের সাথে কথা বলে জানা যায়, আমরা কোন সময়েও সরকারী কোন সাহায্য পাইনি, আমরা ভোটের সময়ে ভোট দেই, এখন আমাদের কোন জনপ্রতিনিধি খোঁজ খবর রাখে না। আমার মায়ের জন্য একটা প্রতিবন্ধী ভাতা করে দেন ভাই। আমি, এই করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে এই অসহায় বিধবা দৃষ্টি প্রতিবন্ধী মহিলার পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান এবং জনপ্রতিনিধিদের আহ্বান করছি