মোফাজ্জল ইসলাম সজীব :: ১৯৪৫ সালের ৫ জুলাই রত্নগর্ভা মায়ের কোল জুড়ে এক আলোকবর্তিকার জন্ম হয়। আগমনই ছিল যার নৈতিকতার গান, গর্বিত মায়ের তিনি গর্বিত সন্তান।
বাঙ্গালী সংস্কৃতি, আবেগ-অনুভূতি তাহার মনে-প্রাণে অনন্য অবদান রাখেন তিনি স্বাধীনতা সংগ্রামে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহধন্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬২ শিক্ষা আন্দোলন থেকে গড়ে উঠা আধুনিক বাংলাদেশ বিনির্মানের অন্যতম কারিগর, বাংলাদেশ আওয়ামীলীগের গর্বিত প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশের জাতীয় শিক্ষানীতির সার্থক রূপকার, সাবেক সফল শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি’র আজ ৭৬তম শুভ জন্মদিন।
বাংলাদেশ সরকারের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি। সিলেট -৬ (বিয়ানীবাজার- গোলাপগঞ্জ) থেকে পরপর ৪ বার নির্বাচিত হন তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জের কৃর্তিমান, বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমধর্মী এই রাজনীতিবিদ পরিচ্ছন্ন রাজনীতির সিলেবাস। যিনি পরিশ্রম, দক্ষতা ও যোগ্যতা দিয়ে গড়ে তুলেছেন বর্ণাঢ্য রাজনীতির ইতিহাস। আজকের প্রজন্ম একজন লেখক, কলামিস্ট ও রাজনীতিবিদ জনাব নুরুল ইসলাম নাহিদ-কে শুধু দেখলেই চিনতে পারবে না, তাঁকে বুঝতে হলে চিনতে হলে অনেক বেশি অধ্যায়ন করতে হবে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি’র সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও আলোকিত জীবন কামনা করেছেন শুভাকাঙ্খি বৃন্দ।