মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ প্রতিনিধি।। পবিত্র রমজানে একুশে টিভিতে ইসলামী সংগীত গাইবে নবীগঞ্জ সরকারি কলেজের মেধাবী স্টুডেন্ট, সবুজকুঁড়ির কিশোর শিল্পী নবীগঞ্জের কৃতী সন্তান ইশফাক আহমদ তুহিন।
জানা যায় নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের ক্বারী মাওলানা আব্দুল লতিফ’র ছেলে ইশফাক আহমদ তুহিন।
নবীগঞ্জ সরকারি কলেজের মেধাবী স্টুডেন্ট, জনপ্রিয় সংগীত শিল্পী সবুজকুঁড়ি শিল্পী গোষ্ঠীর শিশু ও কিশোর বিভাগ এর পরিচালক বর্তমান ইউরোপ প্রবাসী বিশিষ্ট সংগীত শিল্পী আবু সাঈদ মোঃ সায়েম এর ছোট ভাই তুহিন সবুজকুঁড়ির কিশোর শিল্পী
ইশফাকের সর্বাঙ্গিন সফলতা কামনা করেছেন।
সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান, আর এই পবিত্র মাসে পবিত্রতার সুবাতাস সর্বত্র ছড়িয়ে দিতে একুশে টিভির বিশেষ আয়োজন-আলোর দিশারী- নামক ইসলামিক অনুষ্ঠানে বেশ কয়েকটি পর্বে ইসলামী সংগীত গাইবে ইশফাক আহমদ তুহিন। সিলেট বাসীর কাছে দোয়া চেয়েছেন ইশফাক আহমদ তুহিন এর পরিবার।