একটি মসজিদের রুপ সৌন্দয্য এলাকার মানুষকে মুগ্ধ করেছে। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 24 May 2020
আজকের সর্বশেষ সবখবর

একটি মসজিদের রুপ সৌন্দয্য এলাকার মানুষকে মুগ্ধ করেছে।

Link Copied!

দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :   নবীগঞ্জ উপজেলার কর গাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের খেলার মাটে  পাশে,খুব সুন্দর একটি মসজিদ, গ্রামের চিএ পাল্টে দিয়েছে, এই মসজিদ, মসজিদ টি নির্মান করেন, গুমগুমিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া।
নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নের পল্লী গ্রাম গুমগুমিয়া অবস্থিত একটি মসজিদ বদলে দিয়েছে  পুরো গ্রামের দৃশ্যপট। আধুনিক স্থাপত্য শৈলিতে নির্মান করে ঢেলে সাজানো হয়েছে মসজিদটিকে, মসজিদের নজর কাড়া রুপে মুগ্ধ করেছে এলাকার মানুষদের। দৃষ্টি নন্দিত গম্বুজ বিশিষ্ট মসজিদটি অত্র এলাকায় সৌন্দর্যে ভরপুর করেছে। নতুন এই মসজিদটিতে খুব আগ্রহ সহকারে অনেকে নামাজ পড়তে, কেউবা দেখতে আসছেন,আগ্রহ নিয়ে গ্রামের মুসল্লীরা নামাজ পড়তে আসছেন।
এক সময় এই গ্রামটি অবহেলিত ছিলো, এই অবহেলিত গ্রামটিতে ছোট একটা মসজিদ ছিল,শুক্রবার অথবা ঈদের জামায়াতে লোকজন বেশি হওয়াতে জায়গা সংকট দেখা দিত,কষ্ট করে মুসল্লীদের নামাজ আদায় করতে হত। অবশেষে এই নতুন মসজিদ নির্মান করে অনেক দিনের কষ্ট কে ভুলিয়ে দিয়েছেন গুমগুমিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এক্সেলসিওর সিলেট হোটেল এন্ড রিসোর্টের চেয়ারম্যান  জিল্লুর মিয়া।
প্রায় তিন একর জমির উপর নির্মিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক  জিনিসপত্র । তবে এই মসজিদের গম্বুজ টি প্রাচীন আমলের গম্বুজ এর মত বেশি আকৃষ্ট করেছে মানুষের মন। প্রায় তিন কোটি টাকা ব্যয় করে এই আধুনিক মসজিদ নির্মান করা হয়েছে, তবে এখনো পুরো কাজ শেষ হয়নি বলে জানান উক্ত গ্রামের দিলোয়ার হোসেন।
এই অবহেলিত গ্রামের উন্নয়ন করতে আধুনিক অনেক চিন্তাভাবনা রয়েছে বলে জানান যক্তরাজ্য প্রবাসী  জিল্লুর মিয়া,স্থানীয়রা জানান,জিল্লুর মিয়া এক অসাধারণ মানুষ তিনি অনেক টাকা পয়সার মালিক হলেও উনার ব্যাবহার ভাব গাম্ভীর্য দারা বুঝার উপায় নেই তিনি বিত্তশালী। তারা আরো বলেন জিল্লুর মিয়া হয়তো চিরকাল থাকবেন না কিন্তু তার এই স্থাপনা থেকে যাবে, সবার অন্তরে তার নাম রয়ে যাবে।