একটি বিজয় মিছিল ও মামু ভাগ্নার ইজ্জত ! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 2 June 2024
আজকের সর্বশেষ সবখবর

একটি বিজয় মিছিল ও মামু ভাগ্নার ইজ্জত !

Link Copied!

গত ২/৩ দিন ধরে হবিগঞ্জে একটি মিছিলের দৃশ্য ফেসবুকে বেশ ঘুরপাক খাচ্ছে। ২৯ মে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোতাচ্ছিরুল ইসলাম ২য়বার নির্বাচিত হওয়ার পর তার সমর্থকদের মিছিলের শ্লোগান ছিল ব্যতিক্রম । অনেকেই মিছিলকারীদের সাহসী শ্লোগান শোনে বিস্মিত হয়েছেন।

ওইদিন রাতে ভোটের ফলাফল ঘোষণার পর যুব ও মধ্য বয়সী হাজারো আনারস মার্কার সমর্থক নেমে পড়েন রাজপথে। “হইহই রইরই বড় চোরা গেল কই। মামু – ভাগ্না মিইল্লা( মিলে) হবিগঞ্জরে খাইলো গিলল্লা, বৌ – জামাই মিইল্লা হবিগঞ্জকে খাইলো গিলল্লা, আগামী দিনে মোতাচ্ছির ভাইকে এমপি চাই, নইলে মোদের রক্ষা নাই।” এমন শ্লোগানই ছিল মিছিলকারীদের মুখে।
হবিগঞ্জ- ৩ আসনের এমপি ও জেলা আওয়ালীগের সভাপতি আবু জাহিরের বাসভবনের সামনে ট্রাক ট্রাক্টর টমটম দাঁড় করে শত শত মানুষের উল্লাস নৃত্য দেখেছে শহরবাসী। অনেকের মনে প্রশ্ন এ ক্ষোভ প্রকাশের কারণ কী?

আওয়ামীলীগের নেতাকর্মীসহ বিভিন্নজনের সাথে আলাপ করে জানা গেল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম দলের টিকেট পাওয়ার জন্য আবেদন করেন। দলীয় প্রার্থী হওয়ার সুযোগ না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছে থাকলেও পরে সরে দাঁড়ান।এর কারন স্বজন ও তার গ্রামের বাড়ি রিচি’র যুবসম্প্রদায় ও মুরব্বিদের নিকট থেকে সায় পাননি। তবে তারা আশ্বাস দেন গ্রামের ঐক্যের স্বার্থে এমপি ইলেকশনের পরিবর্তে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে মোতাচ্ছিরকে সমর্থন দেবেন।

ফলে একই গ্রামের সন্তান আবু জাহির বলতে গেলে বিনা পরিশ্রমে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হন। গ্রামবাসী তাঁর জন্য এতোটুকু সহযোগিতা করলেও নির্বাচনের বৈতরণী পার হয়েই বেমালুম ভুলে যান আবু জাহির। তিনি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমকে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠে নামেন। সদর উপজেলায় বিভিন্ন সভা ও দলীয় সমাবেশে শামীমকে জয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান। সমাবেশে তিনি এও বলছেন যে, শামীম বিজয়ী হলে উন্নয়নের সকল দায়িত্ব তার (জাহিরের)।

এদিকে দলের একটি সূত্র জানায় শুধু শামীনকে দাঁড় করিয়ে শান্ত হননি জাহির। তাঁর আতœীয় রিচি গ্রামের ওয়াসীমকেও নির্বাচনে মাঠে নামিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক রিচি গ্রামের এক যুবক বলেন ওয়াসীমকে নির্বাচনের মাঠে নামানোর পেছনে এমপি জাহিরের পরোক্ষ ভূমিকা আছে। কারন হলো রিচি, লোকড়া আশপাশের কয়েকটি ইউনিয়নের একচেটিয়া ভোট যাতে মোতাচ্ছিরের বাক্সে না পড়ে। যদিও ভোটের ফলাফলে তেমন চমক দেখাতে পারেননি ওয়াসীম। জামানত হারাতে হয়েছে তাঁকে ।

দলীয় ব্যানারে নির্বাচন না হলেও শামীমের পক্ষে হবিগঞ্জ জেলা ও সদর উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীকে মাঠে নামিয়েও মোতাচ্ছিরের বিজয় ঠেকাতে না পারাটা কত বড় বেইজ্জতির মুখে ঠেলে দিয়েছেন তা আবু জাহির হিসেবে করেন কী না জানা নেই। তবে সবক্ষেত্রে জেদের ফল ভাল হয় না ২৯ মে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের এর প্রমান।

জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সৈয়দ কামরুল হাসান বলেন বিএনপি এরশাদ আমলে জেলা আওয়ামী লীগকে ঠিকিয়ে রাখার ক্ষেত্রে আবু জাহির অবদান আছে। তবে গত কয়েক বছর ধরে তিনি একচ্ছত্র ক্ষমতার দাপট প্রদর্শন করে যাচ্ছেন। মোতাচ্ছিরের বিজয় মিছিলে সাধারণ মানুষ শ্লোগানে যা উচ্চারণ করেছেন তা ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়। তিনি বলেন, বিগত এরশাদ বিএনপি সরকারের আমলে যারা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মূল্যায়ন না করে কিছু সুসময়ের কোকিল ধরে এনে দলে ভিড়িয়েছেন তাঁর একক গুণকীর্তনের জন্য। ফলে প্রকৃত আওয়ামী লীগ নেতাকর্মীরা দল থেকে দূরে সরে যাচ্ছেন ।

অপর আরেক নেতার মতে বিনা ভোটে নির্বাচিত দলীয় সভাপতি আবু জাহিরের একক সিদ্ধান্তকে পাকাপোক্ত করতে এমন কোন কর্মকাণ্ড নেই তিনি করেন না। এক্ষেত্রে যত পুরনো আওয়ামীলীগার হোক না কেন তার সিদ্ধান্তের বাইরে কথা বলার সুযোগ দেন না। নিজেদের মান ইজ্জত রক্ষা করতেই দলের জন্য নিবেদিত অনেক সিনিয়র নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে গুটিয়ে নিয়েছেন ।

অভিযোগ আছে যে, জেলা উপজেলা আওয়ামিলীগ ও অংগগুলোর শীর্ষ পদে দায়িত্ব দেয়ার ক্ষেত্রে স্ত্রী ও নিকটতম আত্নীয় স্বজনদের ছাড়া কোন চিন্তাই করতে পারেন না জাহির। এবার এমপি নির্বাচিত হওয়ার পর পরেই স্ত্রী আলেয়া আক্তারকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের ব্যবহার করেছেন। প্রচুর অর্থ ব্যয়ের পাশাপাশি ক্ষেত্র বিশেষে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের হুমকি ধামকি দিয়েছেন বলে এমন অভিযোগও শোনা গেছে ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তিনি অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন। দুরত্ব সৃষ্টি হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে। শুধু সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যেই ফাটল নয়, ধীরে ধীরে এ ফাটল আরো বড় হচ্ছে।

এভাবে চলতে থাকলে : নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সিনিয়র নেতাকর্মীর মতে আবু জাহির এভাবে সংগঠনটি পরিচালনা করতে থাকলে দীর্ঘদিনের পরিক্ষিত নেতাকর্মীদের অনেকে মুখ সরিয়ে নেবেন। জেলা থেকে তৃনমুল পর্যায়ে বড় ধরনের কোন্দলে জড়িয়ে পড়বে। যা আগামীতে বিরোধী দলের সাথে রাজনৈতিক মোকাবেলায় দূরূহ হয়ে উঠবে। তখন নব্য নেতাদের টিকিটি খোঁজে পাওয়া যাবেনা। আবু জাহির একচ্ছত্র নিয়ন্ত্রণের মনোভাব থেকে সরে না আসলে ভবিষ্যতে নিজেও যে কোনঠাসা হবেন না এমন গ্যারান্টিও নেই।