এমএ রাজা :: হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের মোঃ রফিক মিয়া জীবিকার সন্ধানে বর্তমানে শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চর এলাকারয় মোঃ গিয়াস উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে শায়েস্তাগঞ্জ স্টেশন রোডে একটি ছোট্ট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
তার মেয়ে চতুর্থ শ্রেণি পড়ুয়া নদী আক্তার ও তার সহপাঠীরা গত ১৫ ই মে সন্ধ্যা ছয়টায় প্রতিবেশী মর্জিনা খাতুন এর নির্মানধীন ছাদে বেড়াতে যায়। ওই সময় নির্মানধীন ছাদে অবৈধভাবে আনা কারেন্টের লাইন এলোমেলোভাবে পড়েছিল। হঠাৎ অসাবধানতাবশত নদী আক্তার ওই কারেন্টের লাইন জড়িয়ে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তারে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে সিলেট আল রায়হান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার নেয়ার পর তার অবস্থা অবনতি ঘটলে গত ২৭ শে মে তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ডাকায় রেফার্ড করা হয়।
এই পরিস্থিতিতে ছোট্ট ব্যবসায়ী অসহায় এক বাবা ঢাকা সিলেট হবিগঞ্জ দৌড়াদৌড়ি করতে গিয়ে সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব। বর্তমানে অসহায় এক বাবা শায়েস্তাগঞ্জের গ্রাম পঞ্চায়েতের দ্বারে দ্বারে ঘুরছেন বিচারের জন্য। কিন্তু বিচার পাচ্ছেন না পরে বাধ্য হয়ে শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন মর্জিনা আক্তার এর বিরুদ্ধে।