একজন মানবিক ডাক্তার পংকজ কান্তি গোস্বামীর কথা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 18 August 2021

একজন মানবিক ডাক্তার পংকজ কান্তি গোস্বামীর কথা

Link Copied!

তানজিল হাসান সাগর  :  কোভিড-১৯ আজ বিশ্বটাকে নাড়িয়ে দিয়েছে। প্রায় ২ বছর যাবত এর অবস্থান। অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের সান্নিধ্যে আত্মীয়-স্বজনরা যখন পিছু হটছেন সেই ক্লান্তিলগ্নে এসব রোগীদের চিকিৎসা দিচ্ছেন ডা. পংকজ কান্তি গোস্বাামী। নানারোগে আক্রান্ত হয়ে যারাই যাচ্ছেন তাদের অবলীলায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি।
আবার গরীব হলে ফ্রিতেও চিকিৎসা দিচ্ছেন। বেশি গরীব হলে দিচ্ছেন ঔষধও। ডা. পংকজ কান্তি গোস্বামী হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত যাত্রাপাশা গ্রামের বাসিন্দা। পিতার নাম স্বর্গীয় প্রদীপ গোস্বামী।ডা: পংকজ বর্তমানে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত।
ডা. পংকজ কান্তি গোস্বামী ছোট বেলা থেকেই খুব প্রখর মেধাবী ছিলেন। রংপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস কৃতিত্বের সাথে পাশ করেন। পরে বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। সেই সময় থেকেই জন্মস্থানের অসহায়-রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তিনি।

ছবি : করোনাকালেও রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডা: পংকজ কান্তি গোস্বামী

এতে করে ডা. পংকজ কান্তি গোস্বামীর উপর জন্মস্থানের আবালবৃদ্ধ-বণিতা বেজায় খুশি। এ ব্যাপারে যাত্রাপাশা এলাকার বাসিন্দা দীপক রঞ্জন দেব জানান, ডা. পংকজ কান্তি গোস্বামী দাদার মতো মানুষ এ সমাজে বিরল।
মানুষ যখন নিয়ম-অনিয়ম ভুলে দেদারছে টাকা উপার্জনের কথা ভাবছে সেসময় তিনি অসহায় মানুষদেরকে প্রায় ফ্রিতে চিকিৎসা দিচ্ছেন। এতে টাকা পেলেন কি না তা কখনও ভাবেননি। দাদাকে নিয়ে আমরা গর্বিত।
বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু জানান, ডা. পংকজ কান্তি গোস্বামী দাদা বানিয়াচংয়ের কৃতি সন্তানদের একজন। কোভিড-১৯ এ দুঃসময়ে কেউ কারও সাথে দেখা করতে নারাজ। এমনকি আপনজনরাও দুঃসময়ে কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। এমন এক কঠিন সময়ে তিনি রোগী দেখে যাচ্ছেন যা এক কথায় অসাধ্য সাধন এর মতো।
নম্র-ভদ্র ও উচ্চ মানসিকতা সম্পন্ন মানবিক এ মানুষটি চিকিৎসাসেবা দিতে গিয়ে কোভিড-১৯ আক্রান্তও হয়েছিলেন। সেসময়ও যারা ফোন দিয়েছেন তাদেরকে নানা পরামর্শ দিয়েছেন অবলীলায়। এমন মানুষ সমাজে খুব কম।
দৈনিক আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন জানান, রাতে ফোন দিলেও ডা. পংকজ কান্তি গোস্বামী ফোনে নানান পরামর্শ দিয়ে থাকেন। এতে করে তাঁকে কোনদিন বিরক্তি প্রকাশ করতে দেখিনি তাকে । চিকিৎসকরা যদি সবাই এমন মানবিক হতেন তাহলে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। রোগীদের টাকাও অনেক সাশ্রয় হতো।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়