ঢাকাThursday , 23 April 2020

একজন মানবিক ছাত্রলীগ নেতা মামুন !

Link Copied!

শেখ সজীব হাসান,বানিয়াচংঃ  করোনা ভাইরাসে কারনে যখন সব হোটেল-রেষ্টুরেন্ট বন্ধ সেখানে অনাহারে দিন যাপন করতে হচ্ছে মানুষিক  ভারসাম্যহীন মানুষ ও রাস্তায় ঘুড়ে বেড়ানো কুকুরকে। এমন সময় এদের পাশে দাঁড়িয়েছেন মানবিক ছাত্রলীগ নেতা সাবেক বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বর্তমানে উপজেলা ছাত্রলীগের সভাপতি-মাহমুদ হোসেন খান মামুন। দুপুরের প্রহর রোদে কিংবা রাতের অন্ধকারে তিনি ভারসাম্যহীন মানুষ এবং কুকুরের খাবার ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিয়েছেন।

ছবি : অভুক্ত কুকুরদের মুখে খাবার তুলে দিচ্চেন ছাত্রলীগ সভাপতি মামুন

তার এই মানবিক কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন,জীবনের জন্যই তো জীবন। দেশের বর্তমান পরিস্থিতে আমার কাছে মনে হলো সবচেয়ে কষ্টে আছে যারা মানসিক ভারসাম্যহীন তারা,আর কুকুর। ওদের দেখার মতো কেউ নাই। তাই ওদের খাবারের দায়িত্ব নিয়েছি।

ছবি : মানুষিক ভারসাম্যহীন এক লোকের হাতে খাবার তুলে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন

আমি প্রতিদিন বাড়ি খাবার রান্না করে ওদের দিয়ে যাবো।  তাছাড়া, যতদিন করোনা মহামারীর জন্য হোটেল-রেষ্টুরেন্ট বন্ধ থাকবে, ততোদিন আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।