ইমদাদুল হক মাসুম,বানিয়াচং : কোভিড-১৯ করোনা মোকাবিলায় সারাদেশে পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দুর্যোগময় মুহুর্তে পুলিশের আমুল পরিবর্তন গোটা দেশবাসীকে আলোড়িত করে তুলেছে। তাদের সাম্প্রতিক আচরণ,মানবিকতা,ব্যক্তি ও সামাজিক কল্যাণের নানা কর্মকান্ড সৃষ্টি করে নজর কেড়েছে দেশবাসীর। তারই ধারাবাহিকতায় দিনে রাতে মানুষের সেবা করে চলেছে হবিগঞ্জ জেলা পুলিশ। তেমনি এক সর্বোত্তম উদাহরণ ঐতিহ্যবাহী বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম। সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত একজন মানুষ। সৎ,নির্লোভ,দক্ষ একজন পুলিশ কর্মকর্তা। সব সময় চালু রয়েছে নিজের ব্যবহৃত নাম্বারটি। যে কেউ মোবাইলে কিংবা সরাসরি পাচ্ছেন সবধরনের সুবিধা। রাতের আঁধারে ছুটে যাচ্ছেন গরিব অসহায় মানুষের বাড়িতে। দিচ্ছেন ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী।
খবরাখবর রাখছেন বানিয়াচং এর অলিতে-গলিতে ঘটে যাওয়া সকল ঘটনার। স্বশরীরে ছুটে যাচ্ছনে যেকোন দাঙ্গা-হাঙ্গামা রুখতে। অংশগ্রহণ করছেন নানাবিধ সচেতনতামুলক কাজে। কিছু দিন আগে করোনা সংক্রান্ত হওয়া বানিয়াচং বানেশ্বর বিশ্বাস পাড়ার সুমন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, সেলিম স্যার আমার সর্বদা খোঁজখবর রেখেছেন। আমায় মানুষিকভাবে সাহস যুগিয়েছেন। এমনকি যখন আমি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি উনি তখনও আমায় শুভকামনা জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিম সম্পর্কে জানতে কথা হয়-দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমনের সাথে। তিনি জানান, এই পুলিশ অফিসার বানিয়াচং সার্কেলের দায়িত্ব নেয়ার পর থেকেই নিষ্টা ও সততার সাথে কাজ করে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিণত হয়েছেন। যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করলে তিনি সবসময় সাহায্য করে যাচ্ছেন। এই পুলিশের পেশা যে মানুষের সেবার জন্য সেটা অনেক ক্ষেত্রেই আমরা অনুভব করতে পারিনা। তবে কেউ কেউ পেশাগত দায়িত্ব পালনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তিনি হলেন আামদের অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিম মহোদয়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম মহোদয় দৈনিক আমার হবিগঞ্জকে বলেন,আমি আমার দেশকে ভালবাসি। যে দিন প্রথম এই পবিত্র পোশাক গায়ে দিয়েছি সে দিনই শপথ নিয়েছিলাম দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিব। দেশের এই ক্রান্তিলগ্নে যদি আমি কিছু করতে না পারি তাহলে নিজের বিবেকের কাছে আমি কোন জবাব দিতে পারব না। আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আর বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের সবাইকে অবশ্যই সচেতন ও মানবিক হতে হবে। নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই আমরা বিবেকের কাঠগড়ায় নিজেকে জয়ী করতে পারব।