ঋতু পরিবর্তনের কারণে চুনারুঘাটে ফ্লু জাতীয় রোগব্যাধি ছড়াচ্ছে দ্রুত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 6 October 2021

ঋতু পরিবর্তনের কারণে চুনারুঘাটে ফ্লু জাতীয় রোগব্যাধি ছড়াচ্ছে দ্রুত

Link Copied!

রায়হান আহমেদ :   ঋতু পরিবর্তনের কারণে চুনারুঘাটে ফ্লু জাতীয় বিভিন্ন ছোঁয়াচে রোগব্যাধি ছড়াচ্ছে খুব দ্রুত। শুকনো বাতাসে ধুলাবালি বেড়ে গিয়ে নানা ধরণের অ্যালার্জির সমস্যাও সৃষ্টি হচ্ছে।
চুনারুঘাট উপজেলার প্রায় মানুষই ভাইরাস জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা, পাতলা পায়খানা সহ নানান ছোঁয়াচে রোগে আক্রান্ত হচ্ছেন। যা প্রতিদিনই একজনের কাছ থেকে আরেকজনের মাঝে ছড়াচ্ছে। এ ভাইরাস জ্বর সাধারণত ৫-৬ দিন স্থায়ী হয়। বিভিন্ন ধরণের এন্টিবায়োটিক ঔষধ খেলেও ৫-৬ দিনের আগে কমছে না, এমনটাই জানা গেছে।
জ্বরের সাথে সর্দি-কাশি, গলা ব্যাথা, এমনকি পেটে সমস্যাও হচ্ছে অনেকের। তীব্র গরম শেষে শীতের আবহাওয়া আসায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন একাধিক চিকিৎসকরা।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ মোজাম্মেল হক বলেন, “ঋতুর পরিবর্তন মূলত একটা উপলক্ষ। এ সময় নানা জীবাণুর আক্রমণ ও পরিবেশের পরিবর্তনজনিত কারণেই রোগের প্রাদুর্ভাব বেশি হয়, যার সাথে আমাদের শরীর ঠিক মানিয়ে নিতে পারে না।
তাই ঋতু পরিবর্তনের সময় সুস্থ থাকার জন্য চাই সচেতনতা, পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা ও পরিচ্ছন্ন থাকা। এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে।”
ঋতু পরিবর্তনের সাথে সাথেই আমাদের মাঝে নানা রোগব্যাধির প্রবণতা বেড়ে যায়। আমাদের মৌসুমী জলবায়ুর দেশে প্রতিটি ঋতু পরিবর্তনের সময়ই দেখা যায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। আবহাওয়ার এই পরিবর্তনের সাথে সাথে শিশুসহ সকল বয়সের মানুষের মধ্যে রোগাক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়।
এই বাড়তি অসুখের কারণ হলো, আবহাওয়ার এসব পরিবর্তন রোগের নানা উপলক্ষকে করে ত্বরান্বিত যার ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের সংক্রমণ বেড়ে যায়। তাই সবাইকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে।

চুনারুঘাট সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়