উৎপাদনের চেয়ে অনেক কম মূল্য গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 September 2021

উৎপাদনের চেয়ে অনেক কম মূল্য গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ বিবিয়ানা-৩৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ৫টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। রোববার (১২সেপ্টেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ আয়োজিত মূল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলির শুভ উদ্বোধন করেন।

এ সময় সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রগুলোও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দিয়ে বলেন, উৎপানের চেয়ে অনেক কম মূল্য সরকার গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে। কাজেই ব্যবহারে সাশ্রয়ী হলে আরো বেশি সংখ্যক জনগণকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হবে।

 

 

 

 

 

ছবি : নবীগঞ্জে নবীগঞ্জ বিবিয়ানা-৩৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র শুভ উদ্বোধনকালে উপস্থিত এমপি মিলাদ গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ

 

 

 

 

 

 

 

বিদ্যুৎ কেন্দ্র গুলো হচ্ছে হবিগঞ্জের বিবিয়ানা-৩৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ইউনিট-২, নারায়ণগঞ্জে মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, বাগেরহাটে মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ভবনের বিজয় হল থেকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াসেকা আয়েশা খান, জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. আনিসুর রহমান, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’র (বিপিডিবি) চেয়ারম্যান এবং গণভবন থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস যুক্ত ছিলেন।

 

 

 

 

 

ছবি : ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

 

 

 

 

 

নবীগঞ্জ বিবিয়ানা-৩,৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস.এম মুরাদ আলি, জেলা পরিষদ চেয়ারম্যান ডঃ মুশফিক হুসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উপ-পরিচালক এনএসআই মোঃ আজমুল হোসেন, নির্বাহী প্রকৌশলী হবিগঞ্জ বিদু্যুৎ উন্নয়ন বোর্ড মোঃ মোঃ মোক্তার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শৈলেন দাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অদ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ জেলা বিটিভির প্রতিনিধি আলমগীল খান, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ইজাজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মুহিবুর রহমান হারুন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, নবীগঞ্জ উপজেলা সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আমিন আলী, নবীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, আউশকান্দি র.প.উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, নবীগঞ্জ পল্লি বিদ্যুতের ডিজিএম আলি বর্দি খান সুজন,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার,নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আঃ আজিজ প্রমুখ।

 

বিদ্যুৎ মন্ত্রণাল সূত্র প্রকাশ ২০০৯ সালে কাজ শুরুর পর সরকার সফলভাবেই ২০ হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার ২০২১ সাল নাগাদ ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল। তবে এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে পৌঁছেছে- যা ২০০৯ সালে ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। শতকরা ৯৯ দশমিক ৫ শতাংশ জনগণকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়েছে।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়