উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হেলে পড়েছে শতবর্ষী গাছ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 25 October 2022
আজকের সর্বশেষ সবখবর

উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হেলে পড়েছে শতবর্ষী গাছ

Link Copied!

উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হেলে পড়েছে শতবর্ষী গাছ। হবিগঞ্জ বানিয়াচং রোডস্থ সড়ক সংলগ্ন উমেদনগর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এলাকায় প্রায় শত বছর পূর্বের একটি বোট কড়ই গাছের অবস্থান।

যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। পুরাতন (কড়ই) গাছটির মধ্যে দিয়ে বিদ্যুত এর মেইন লাইন চলে গেছে ।ঝড়-ঝাপটা কিছু না হলেও হালকা বাতাসে আগুন লেগে যায় গাছটিতে।

এলাকার অনেকেই জানান, এই গাছের পাশ দিয়ে শিক্ষাথৃীরা স্কুলে যায়। কখন জানি কোন বিপদ হয়ে যায় তা বলা মুশকিল। এটা প্রশাসনের নজরে দিলে বিষয়টি ভালো হতো।

আশেপাশে থাকা লোকজন ভয়ে আতঙ্কে থাকেন কখন ঘটে যায় বড় ধরণের দুর্ঘটনা। গাছটি রাস্তার পূর্ব পাশে একটি দোকান ঘরের মধ্যে হেলে আছে। গাছের গোড়ায় চতুর দিকে মাটি নেই যেকোন সময় গাছটি পড়ে গেলে পাশের দোকানপাঠের এবং বাসা বাড়িতে বিদুৎ এর লাইনসহ ঘটতে পারে  অগ্নিকান্ডসহ বড় ধরনের ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

ইতিপূর্বে কয়েক বার হবিগঞ্জ বিদ্যুৎ এর লোকজনের কাছে সাহায্যে চাওয়া হয়েছে তারা এগুলো একটু পাত্তাও দেইনি বলে জানান এলাকাবাসী।

জরুরী ভিত্তিতে গাছটি কাঁটার ব্যবস্থা করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন এলাকার লোকজন। অন্যথায় কোনো দুর্ঘটনা ঘটে গেলে দেখা দিতে পারে কঠিন বিপর্যয়।