হবিগঞ্জ শহরতলীর উমেদনগর শাহপরান দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন ও দাখিল পরীক্ষা ২০২২ এর কৃতকার্য ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ডিসেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও এ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আজমান আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ খালেকুজ্জামান, মোঃ আলী হোসেন প্রমূখ। এছাড়াও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি তার ব্যক্তিগত উদ্যোগে দাখিল পরীক্ষায় কৃতকার্য ছাত্র/ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এছাড়া দাখিল পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত ছাত্রী আছমা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ উসমান গনির পক্ষ থেকেও ছাত্রী আছমা আক্তারকে একটি হাত ঘড়ি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শেষে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ফারুকুল ইসলাম।