এমএ রাজা : হবিগঞ্জ সদর উমেদনগর মধ্যহাটিতে এলাকার সকল শ্রেণীর লোকদের নিয়ে মাদক নির্মুল সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ জুলাই) বিকাল ২ ঘটিকার সময় ১’নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রবিউল ইসলাম পিপিএম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুক আলী।
এসময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জনাব রবিউল ইসলাম তার বক্তব্যে মাদকের কুফল সম্পর্কে তুলে ধরেন। মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। সমাজের জন্য বোঝা হয়ে দাড়ায়। বাংলাদেশ পুলিশ প্রধান মাননীয় আইজিপি সাহেবের নির্দেশনায় দেশব্যাপী মাদক নির্মূলের জন্য সামাজিক আন্দোলন ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রত্যেক পরিবারের সন্তান সন্ধ্যার পর যেন বাহিরে না যায় সে ব্যাপারে সতর্ক থাকার আহব্বান জানানো যায়। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, পৃষ্টপোষকদের ব্যাপারে নির্ভয়ে তথ্য দেওয়ার অনুরোধ জানান।
বিশেষ অতিথি জনাব মোঃ মাসুক আলী তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে সবাইকে স্বোচ্ছার হওয়ার আহব্বান জানান। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও পৃষ্টপোষকদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
আলোচনার সময় এলাকারবাসী পক্ষে নূর ইসলাম, হাবিবুর রহমান, ফরহাদ হোসেন, সমুজ আলী, সম্রাট খান, আবুল কাশেম রুবেল, বুলবুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম সহ এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। তাদের এলাকা মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।