"উমেদনগরের কলেজ ছাত্রীর আত্মহত্যা নিয়ে ধুম্রজাল; অভিযোগ, পাল্টা অভিযোগ" - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 July 2020
আজকের সর্বশেষ সবখবর

“উমেদনগরের কলেজ ছাত্রীর আত্মহত্যা নিয়ে ধুম্রজাল; অভিযোগ, পাল্টা অভিযোগ”

Link Copied!

 

 

রিয়াজ রহমান : গত ৬ জুলাই ২০২০ তারিখে সন্ধ্যায় হেলেনা আক্তার (২০) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়, পরদিন স্থানীয় বিভিন্ন পত্রিকায়ও এ নিয়ে সংবাদ প্রকাশ করতে দেখা যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলেই সবাই জানে, কিন্তু এই আত্মহত্যার পেছনে অনেক রহস্য লুকিয়ে রয়েছে, সরেজমিনে গিয়ে নিহত ওই ছাত্রীর পরিবার ও প্রতিবেশীদের তথ্যসূত্র থেকে অনেক ঘটনাবলী উঠে আসে “দৈনিক আমার হবিগঞ্জ ” পত্রিকার এই প্রতিবেদকের কাছে। জানা যায় এই ঘটনার পেছনের ঘটনাই হেলেনাকে আত্মহত্যা করতে বাধ্য করে।

গঠনার সূত্রপাত হয় দিনমজুর আরব আলীর মেয়ে হেলেনা আক্তার ও মৃত আব্দুল খালেকের কনিষ্ঠ ছেলে মামুন মিয়ার সাথে, দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিলো, তারা দুজনই হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা। ৩০/৩৫ গজ এর ভিতরেই তাদের ঘরবাড়ি। প্রেমের সূত্র ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। একাদিক বার তাদের শারীরিক সম্পর্কের কথা প্রতিবেশীদের কাছে শুনা যায়, আত্মহত্যাকারীর ভাই দুলাল মিয়ার কাছ থেকে জানা যায়, প্রায় চার মাস আগে “মাতৃমঙ্গল কল্যাণ কেন্দ্র” একবার তার বোন MR (গর্ভপাত) করিয়েছে।

এরপর থেকেই হেলেনা মামুনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, মামুনও তাকে আশ্বাস দিয়ে, গর্ভপাত করার পরেও বিয়ের প্রলোভন দেখিয়ে হেলেনার সাথে একাদিকবার শারিরীক সম্পর্ক স্থাপন করে।

এদিকে এই ঘটনা এলাকায় জানাজানি হলে ছেলের পরিবারের কাছে মেয়ের পরিবার গিয়ে বিষয়টি শেষ করার জন্য দুইজনের বিয়ের কথা আলোচনা করলেও ছেলের মা কিছুতেই রাজি হয়নি, ছেলের মা বলে “আমার ছেলেদের কোটিপতি বানিয়েছি কি গরিব ঘরের মেয়ে আনার জন্য?” ছেলের সাথে মেয়ের শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করে এবং মেয়েকে কোনভাবেই ছেলের জন্য মেনে নিবেনা।

একপর্যায়ে মেয়ে পক্ষ বাধ্য হয়ে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে। এদিকে ছেলের পক্ষ থেকে ছেলেকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য তড়িঘড়ি করে পাত্রী খোঁজে। ছেলে পক্ষ প্রভাবশালী হওয়ায় ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে বিষয়টিকে টাকা দিয়ে মিমাংসা করার প্রচেষ্টা চালায়। কাউন্সিলরও মেয়ে পক্ষকে, মেয়েকে অন্য ভালো জায়গায় বিয়ে করিয়ে দিবে বলে আশ্বাস দেয়!

এসকল কর্মকান্ড দেখে ও শুনে হেলেনা আত্মহত্যার দুইদিন আগে একবার হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে, তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করে নিয়ে আসে তার পরিবার।

ওই সময়েও ছেলে হাসপাতালে গিয়ে তার সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা করে এবং চিকিৎসাধীন অবস্থায়ও তাকে নির্যাতন করে, তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসে, যাতে করে তার কাছে কোন প্রমান না থাকে, পরদিন হেলেনা মামুনদের ঘরে গিয়ে তাকে বিয়ে ও বৌ’র মর্যাদা দেয়ার জন্য বললে ছেলের পরিবারের সকলে মিলে হেলেনাকে প্রচন্ডভাবে শারীরিক নির্যাতন করে, চুল ধরে টানা হেচড়া করে তাকে তাদের ঘরে দিয়ে যায়, এসব নির্যাতন ও শারীরিক সম্মানহানি সইতে না পেরে, অনেকের কাছে বিচার প্রার্থী হয়েও কোন বিচার না পাওয়ায় পরদিন ৬ জুলাই ২০২০ সন্ধ্যায় ঘরে কেউ না থাকায় একা ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার সময় একটি চিরকুট লিখে যায়, যেখানে লেখা ছিলো, “মামুনের জন্য মরছি সে আমার জীবন নষ্ট করছে।” কিন্তু পরিবারের কেউই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় নি। প্রতিবেশী এক চাচি তাকে ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় দেখে আশেপাশের মানুষকে জানাতে গেলে এসে দেখে ঘরের বিছানায় লাশ পরে আছে, তাই পরিবারের দাবি যে তাকে মামুনের পরিবার নির্যাতন করে হত্যা করে, এবং তাকে তার ঘরে ঝুলিয়ে দিয়ে রেখে গেছে। মেয়ের আত্মহত্যার জন্য ওয়ার্ড কাউন্সিলরকেও দায়ী করেন আত্মহত্যাকারীর পরিবারবর্গ।

আরও জানা যায় যে, সুরতহাল প্রতিবেদনে উঠে আসে নিহত হেলেনা প্রেগনেন্ট ছিল।

এ ব্যাপারে পরিবারের পক্ষথেকে থানায় মামলা করা হয়েছে, মামলা করার পর অভিযুক্ত ছেলে ও ছেলের পরিবারবর্গ সবাই গ্রাম ছেড়ে পালিয়েছে, ঘটনার সাতদিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ ব্যাপারে মামলার সর্বশেষ তথ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নাজমুল’র, সাথে ফোনে যোগাযোগ করা হলে বলেন, মেডিকেলের কাগজপত্র পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে, কাগজপত্র পেতে মাস তিনেক সময় লাগবে বলে জানান।