উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও’র সাথে মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ’র শুভেচ্ছা বিনিময় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 12 June 2024

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও’র সাথে মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ’র শুভেচ্ছা বিনিময়

Link Copied!

বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্মতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১১জুন) বেলা ১১ টার দিকে উপজেলার পরিষদে তাদের নিজ নিজ দপ্তরে উপস্থিত হয়ে মডেল প্রেসক্লাবের ২০২৪-২৫ সেশনের সাংবাদিকদের তালিকা ও কমিটিসহ ক্লাবের গঠনতন্ত্র তাদের হাতে তোলে দেন ক্লাব নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।। এ সময় তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপনসহ সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সুমন, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু. নির্বাহী সদস্য তানজিল হাসান সাগর।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়