দৈনিক আমার হবিগঞ্জের মুখোমুখি উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 May 2020
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার হবিগঞ্জের মুখোমুখি উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

Link Copied!

এম এ রাজা :   আমার হবিগঞ্জ পত্রিকার সাক্ষাতকার পর্বের ধারাবাহিকতায় এবার আমরা এসেছি হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোতাচ্ছিরুল ইসলামের কাছে। আমাদের আজকের বিষয় করোনা পরিস্থিতি ও উনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ছোট পরিসরে আলোচনা। কারণ করোনার জন্য দেশের পরিস্থিতি ভালো না থাকায় এখন রাজনীতি নিয়ে বড় পরিসরে আলোচনা করার সময় নয়। তাই আমাদের আলোচনাও ছোট পরিসরে। তারপরেও আমরা চেষ্টা করব জনাব মোতাচ্ছিরুল ইসলামের অনেক না জানা কথা আপনাদের সামনে তুলে ধরার। আমাদের এই সাক্ষাৎকারের মূল উদ্দেশ্যই হচ্ছে হবিগঞ্জের জনপ্রতিনিধি ও বিশেষ ব্যক্তিদের জীবন ও কর্মকাণ্ড আপনাদের কাছে তুলে ধরা। আশা করি সব সময়ের মতো এখনো আপনারা আমাদের সাথেই থাকবেন।

ছবি : নিজ অফিসের সদর উপজেলা পরিষদের চেয়াম্যান মোতাচ্ছিরুল ইসলাম

আমার হবিগঞ্জঃ জনাব মোতাচ্ছিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান হবিগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম কেমন আছেন?
মোতাচ্ছিরুল ইসলামঃ ওয়ালাইকুম আসসালাম,আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি শুরুতেই আপনার পত্রিকার সম্পাদক ও কর্মকর্তা বৃন্দ দের ধন্যবাদ জানাচ্ছি।
আমার হবিগঞ্জঃ করোনা ভাইরাসের আগ্রাসনে প্রায় সারা বিশ্বই কাবু বাদ পড়েনি বাংলাদেশও।চলছে সারা দেশে লক ডাউন এতে করে কর্মজীবী মানুষেরা হয়ে গেছেন কর্মহীন দেখা দিয়েছে খাদ্য সংকট সহ নানাবিধ সমস্যা। এমন পরিস্থিতিতে আপনি একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে  উপজেলা বাসীর জন্য এই পর্যন্ত কি করেছেন?
মোতাচ্ছিরুল ইসলামঃ ধন্যবাদ, সারা বিশ্ব যখন কোন ভাইরাসের মহামারী চলছে এবং বাংলাদেশে এর আগ্রাসন শুরু হয়ে গেল। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা প্রথমে জনগণের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করার চেষ্টা করেছি। লিফলেট এর বিষয়বস্তু ছিল এইরকম  যে,মানুষ যেন অকারণে ঘর থেকে বের না হয়।  জরুরী প্রয়োজনে বের হলেও যেন মুখে মাক্স পড়ে এবং একে অন্যের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং অবশ্যই কিছুক্ষণ পরপর যেন সাবান দিয়ে হাত ধুয়ে নেন। এই কাজগুলোই আমরা শুরু করেছি। এরপর করোনা ভাইরাস যখন আরো ভয়াবহ আকার ধারণ করেছে তখন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের করে জেলা প্রশাসক ও আমাদের মাধ্যমে অবগত হয়েছেন কোন জেলায় কি অবস্থা। তারপর তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর তহবিল থেকে সারাদেশে কর্মহীন মানুষদের জন্য খাদ্য সামগ্রী সহ নানা উপকরণ পাঠিয়েছেন। পরবর্তীতে আমরা ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারগণদের মাধ্যমে গৃহবন্দি কর্মহীন মানুষদের লিস্ট করেছি এবং লিস্ট অনুযায়ী খাদ্যসহায়তা তাদের মধ্যে বিতরণ করেছি। এই খাদ্যসহায়তা যাতে সঠিকভাবে বন্টন হয় সেজন্য আমি নিজে উপস্থিত থেকে মনিটরিং বা পর্যবেক্ষণ করেছি।
এছাড়াও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়ে নিয়ে এসেছেন ঠিক সেইভাবে যার যার সামর্থ্য অনুযায়ী এই দুর্যোগের দিনে মানুষের ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিবেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমি আমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ীবৃন্দ আমাকে অর্থ দিয়ে সহায়তা করেছেন। আমি সেই অর্থ নিয়ে এবং আমার নিজস্ব অর্থ যোগ করে একটা তহবিল গঠন করেছি। পরবর্তীতে হবিগঞ্জ সদর উপজেলার আটটা ইউনিয়ন সহ পৌরসভার অসহায় কর্মহীন মানুষের খাদ্য সহায়তা দিয়েছি।
এমনকি আমি হবিগঞ্জ শহরে অনেক ছোট ছোট সংগঠনকে খাদ্য সহায়তা দিয়েছি। যেমন সিএনজি ড্রাইভার, অটোরিকশা ডাইভারদের মত ছোটখাটো অনেক ব্যবসায়ী অর্থাৎ আমার চোখে যা পড়েছে আমি আমার সাধ্য অনুযায়ী সহায়তা দেওয়ার চেষ্টা করেছি এবং এই সহায়তা এখনো অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে। আমি বিশ্বাস করি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্খী যারা অর্থ দিয়ে সহায়তা করেছেন তারা আগামীতেও করবেন।  আরেকটা বিষয় বলে রাখি হবিগঞ্জের জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মহোদয়ের নিজস্ব তহবিল থেকে অসহায় মানুষদেরকে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছেন। আমিও উনার মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ এ অংশগ্রহণ করেছি।
আমার হবিগঞ্জঃ আচ্ছা এই পর্যন্ত যত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সরকারি হোক আর আপনার নিজস্ব তহবিল থেকেই হোক আনুমানিক বাজার মূল্য কত হবে?
মোতাচ্ছিরুল ইসলামঃ দেখুন, আমি একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার কাছে সরাসরি কোন অনুদান আসে না বা আসার সুযোগও নেই। যতটুকুই পাই জেলা প্রশাসক মহোদয় ও ইউএনও মহোদয়ের মাধ্যমে পাই। পরবর্তীতে আমি ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারগনের বরাদ্দ অনুযায়ী বন্টন করে দেই। তাই সরকারি অনুদানের বাজারমূল্যের সঠিক হিসাব টা আমার কাছে নেই। তবে আমি আমার নিজস্ব অর্থায়নে যে খাদ্যসহায়তা বিতরণ করেছি। প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে। তার প্রতি প্যাকেট বাজার মূল্য ছিল ৩০০ টাকা অর্থাৎ প্রায় মোট ১৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী হবে এবং এই খাদ্য সামগ্রী বিতরণ করতে আমাকে যে পরিমাণ সহযোগিতা করেছেন ছাত্রলীগের সদস্য বৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তা কোন মূল্য দিয়ে পরিশোধ করার মত নয়। তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আহবান করছি যাতে করে ঠিক এমনি ভাবে আগামীতে ও আমার সাথে থাকবেন।
আমার হবিগঞ্জঃ আল্লাহ না করুন আগামীতে যদি করোনা আরো ভয়াবহ রূপ নেয়। সে ক্ষেত্রে সেই পরিস্থিতি মোকাবেলা করার আগাম কোনো পরিকল্পনা আপনাদের আছে কি?
মোতাচ্ছিরুল ইসলামঃ এই বিষয়ে এখনো আমাদের কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। তবে আমি বিশ্বাস করি যখন যে পরিস্থিতি হয় এবং নির্দেশনা আসে আমরা সেই অনুযায়ী কাজ করতে পারব এবং আমার সাথে এখন যারা আছে আগামীতেও থাকবেন।
আমার হবিগঞ্জঃ আমরা এই পর্যায়ে একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা যতদূর জানি ২০১৯ সালের ১০ই মার্চ হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন ছিল এবং ওই নির্বাচনে সৈয়দ আহমদুল হকের মতো ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আপনি জয়ী হয়েছেন। নিঃসন্দেহে এই জয় একটা ঐতিহাসিক জয়। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী লীগ হয়েও কেন নৌকা প্রতীক পাননি এবং সৈয়দ আহমদুল হকের মত ব্যক্তি কে রেখে উপজেলাবাসী কেন আপনাকে ভোট দিলো এইগুলোর ব্যাখ্যা যদি করেন।
মোতাচ্ছিরুল ইসলামঃ আমি একজন রাজনৈতিক কর্মী ১৯৯০ সাল থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করি। আমি জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম, আহবায়ক ছিলাম, স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট ছিলাম, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের চার বারের প্রেসিডেন্ট, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি কিন্তু একদিনে সৃষ্টি হয়নি এর পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। আমি কর্ম করে কাজের মাধ্যমে এই পর্যায়ে এসেছি। আমার একটা কনফিডেন্স ছিল যে আমি যেহেতু জনগণের জন্য কাজ করি। জনগণ অবশ্যই আমাকে ভোট দিবে। আমি বিশ্বাস করি আমার কর্মই বলে দিবে আমি কোথায় যাব? আমি যখন নৌকা প্রতীক পাইনি, আমি মন খারাপ করিনি।  কেন নৌকা প্রতীক পাইনি সেটা এখন বলব না। আমার বিশ্বাস ছিল আমি যেহেতু জনগণের জন্য কাজ করি জনগণ আমার সাথে থাকবে এবং আমি বিশ্বাস করি কপাল আর কর্ম যখন একসাথে মিলে যায় কেউ তাকে আটকাতে পারেনা। অনেকেই আমাকে বলতো সাবের সাথে নির্বাচন করে কোন ভাবেই পাশ করতে পারবেন না। তখন আমি তাদেরকে বলতাম যে সময়ই বলে দিবে। তা না হলে সৈয়দ আহমদুল হকের  মত ব্যক্তির সাথে ৭ হাজার ভোট বেশি পেয়ে কিভাবে পাশ করি।
আমার হবিগঞ্জঃ গত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাউন্সিলিং এ আপনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। শেষ পর্যন্ত কি ভাবে কি হয়ে গেল।
মোতাচ্ছিরুল ইসলামঃ দেখুন, তৎকালীন সময়ে পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে এমপি মহোদয় দেরকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। সে ক্ষেত্রে আমি যেহেতু রাজনীতি করি আমার একটা চাহিদা থাকতেই পারে। এই এইজন্যই আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছিলাম। পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত যা হওয়ার হয়েছে আপনারা সবাই জানেন।
আমার হবিগঞ্জঃ আরেকটা বিষয় আমরা যেহেতু গণমাধ্যমকর্মী মাঠেই আমাদের বিচরণ সেহেতু আপনি যখন উপজেলা নির্বাচনে জয়লাভ করেছিলেন তখন থেকেই একটা গুঞ্জন উঠেছিল আপনার শুভাকাঙ্ক্ষীদের মুখে মোতাচ্ছির ভাইয়ের এই জয়ই শেষ নয়। আগামীতে আমরা ওনাকে জাতীয় নির্বাচনে দেখতে চাই। এই চাওয়া বা আবেগের ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন?
মোতাচ্ছিরুল ইসলামঃ দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পাঁচ বছর পরে বা এক বছর পরে কি  হব সেটা বড় বিষয় নয়। আমি এখন কি সেটাই বড় বিষয় এবং আমার বর্তমান অবস্থান থেকে মানুষের জন্য সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ আমার কাজ দ্বারাই প্রমাণ করব ভবিষ্যতে আমি কোথায় যাব এবং কি করব।
আমার হবিগঞ্জঃকরোনা মহামারীর মধ্যেও সামনে মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উৎসবে উপজেলাবাসীর জন্য আমাদের মাধ্যমে আপনি কি বার্তা দিতে জানতে চান।
মোতাচ্ছিরুল ইসলামঃ ধন্যবাদ,আমি প্রিয় উপজেলাবাসী কে আহবান করব যে দেশে যেহেতু করোনাময়ী চলছে আপনারা ঈদের উৎসব পালন করতে গিয়ে যেন নিজেদের ক্ষতি না ডেকে আনেন। যাই করেন স্বাস্থ্যবিধি মেনে করবেন শারীরিক বা সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং আমি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান করি এই ঈদে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমি এবং আমাদের সরকার তো সব সময় আছি।
আমার হবিগঞ্জঃ আপনি হয়তো জানেন আমাদের এই, আমার হবিগঞ্জ পত্রিকাটির পথচলা সবেমাত্র শুরু তাই আমাদের এই পত্রিকার আগামী পথচলা যেন আরো দীর্ঘ হয় সে বিষয়ে আপনার দিকনির্দেশনামূলক মন্তব্য যদি করেন।
মোতাচ্ছিরুল ইসলামঃ আমি শুধুমাত্র আপনাদের পত্রিকা না। যে কোন পত্রিকা বা গণমাধ্যমকে বলতে চাই, আপনারা যদি ভালো কাজ করেন অবশ্যই প্রশংসা পাবেন আপনাদের কাজে বলে দেবে আপনারা প্রশংসা পাওয়ার যোগ্য না কি তিরস্কার পাওয়ার যোগ্য। আমি আপনাদের অনুরোধ করবো যেহেতু আপনাদের নতুন পত্রিকা আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কোন ব্যক্তির বা বিশেষ গোষ্ঠীর প্ররোচনায়
 পড়ে পার্সোনালি কাউকে সমাজে হেয় প্রতিপন্ন করবেন না। মিথ্যার আশ্রয় নেবেন না সত্য সুন্দর সংবাদ প্রকাশ করে যান অবশ্যই একদিন হবিগঞ্জবাসীর মুখে আপনাদের পত্রিকার জয়গান আসবে। শুভকামনা আপনাদের জন্য।
আমার হবিগঞ্জঃ অসংখ্য ধন্যবাদ জনাব মোতাচ্ছিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান হবিগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনার শত ব্যস্ততার মধ্যেও মূল্যবান সময় ও তথ্য দিয়ে আমাকে সহায়তা করার জন্য এবং আমার হবিগঞ্জ পরিবারের পক্ষ থেকে আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
মোতাচ্ছিরুল ইসলামঃ আপনাকেও ধন্যবাদ এবং আমার হবিগঞ্জ পরিবারকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক।