ঢাকাশুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা চেয়ারম্যান দিলেন কাঠের ব্রিজ : এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তায় কাটলো মাটি

এম এ রাজা
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে দীর্ঘদিনের অবহেলিত জনপদের মানুষ পেল কাঠের ব্রিজ।

উঁচু-নিচু খানাখন্দে ভরা মাটির রাস্তায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে কাটলেন মাটি। হবিগঞ্জ সদর উপজেলার ১ নং ইউনিয়নের পাঁচ গামে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায় ।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সদর উপজেলায় থেকেও তারা যেন প্রত্যন্ত অঞ্চলের মতো সুযোগ সুবিধা বঞ্চিত ছিলেন দীর্ঘদিন ধরে।

পরে ১০/১২ দিন আগে সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের কাছে তারা একটি ব্রিজের জন্য আবদার করেন ।

এরই প্রেক্ষিতে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে এই কাঠের ব্রিজটি নির্মাণ করে দেন মোতাচ্ছিরুল ইসলাম এবং পরবর্তীতে পাকা ব্রিজ নির্মাণ করার জন্য এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় ব্রিজের উদ্বোধন করেন মোতাচ্ছিরুল ইসলাম ।

এসময় পাঁচগ্রামের বাসিন্দাসহ বিভিন্ন এলাকার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন ।

এই ব্রীজ নির্মাণের ফলে যাদবপুর, জয়নগর, গোপালপুর, মতুরানগর, গোয়ালনগর সহ আরো বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ।

Developed By The IT-Zone