উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত নবীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসী  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 19 April 2021

উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত নবীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসী 

Link Copied!

ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ।। যেখানে সারা দেশে উন্নয়নের এক মহাযজ্ঞ চলছে সেখানে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডবাসী।অতীত থেকে বর্তমান সরকারের আমলে চারদিক উন্নয়নের জোয়ারে ভাসলেও এখনো উন্নয়নের ছোয়া লাগেনি এই অবহেলিত ওয়ার্ডে। নবীগঞ্জ পৌরসভার এই ওয়ার্ডের বেশীর ভাগ মানুষই কৃষি কাজ ও শ্রম কাজে নিয়োজিত।
এই ওয়ার্ড পৌরসভার মধ্যে হলে ও পৌরসভার কোন উন্নয়নের ছোঁয়া লাগে নি এই ওয়ার্ডে। হবিগঞ্জ -নবীগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এই ওয়ার্ড কিছু জায়গায় রোড লাইট তাকলে ও নেই সারা ওয়ার্ডে পৌরসভার রোড লাইট, নেই পল্লী বিদ্যুৎতের পৌর লাইন,পল্লী বিদ্যুৎ এর সংযোগ নবীগঞ্জ-ইমামবাড়ি ইউনিয়নের লাইন দিয়ে রাখা হয়েছে এই ওয়ার্ডে।
বর্ষা মৌসুমে শাখা-বরাক নদীর ওপর পাশে বসবাসকারী ১শত মানুষ রাস্তায় আসতে কষ্ট হয় শুধু বর্ষা নয় প্রতিনিয়তই কষ্ট করে শাখা-বরাক নদীর উপর দিয়ে মেইন সড়কে পা দিতে হয়। নেই তাদের একটি ব্রিজ হতাশায় ভুক্তভোগীরা। ভোটে জিতলে এলাকার উন্নয়ন করবেন। এই আশাতেই এখন দিন গুনছে হাজার ও পরিবার।
পৌর শহরের মধ্যে থেকেও ওই বাসিন্দারা যেন সব পাওয়া থেকে বঞ্চিত। প্রতি বার ভোটের আগে নেতাদের কাছ থেকে প্রতিশ্রুতি মিললেও অবস্থা বদলায় না এলাকার।এ ব্যাপারে কথা হয় স্থানীয় বাসিন্দা কয়েক জনের সঙ্গে তারা বলেন, আমাদের পৌরসভার প্রতিবেশি ওয়ার্ড গুলোতে রোড লাইট দেয়া আছে কিন্তু আমাদের ওয়ার্ড হবিগঞ্জ -নবীগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে হওয়ায় ও লাইটের ব্যবস্থা করা হয় নাই এতে করে সড়ক দূর্ঘটনা,চুরি, ডাকাতি, হওয়ার সম্ভাবনা বেশি তাকে। বিশেষ করে পৌর কতৃপক্ষ এই বিষয়ে একটু নজর দিবেন আশা করি। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা জাকারিয়া আহমেদ বলেন,বিদ্যুৎতের ভোগান্তিতে পড়াশোনা করা যায় না বিশেষ করে রাতের বেলা এর কয়েকগুণ বেশি হয় লোডশেডিং। এছাড়া খাবারের সময়, নামাজের সময়ও বিদ্যুতের আসা যাওয়া অব্যাহত থাকে।

ছবি :উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত নবীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসী 

আমাদের ওয়ার্ডে ইউনিয়নের বিদ্যুৎ লাইন হওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে। একটাই দাবি আমাদের পূর্ব তিমির পুর এলাকায় পল্লী বিদ্যুৎতের পৌর লাইন দেয়া হউক। স্থানীয় বাসিন্দা জামাল মিয়া বলেন, প্রতিদিন কষ্ট করে শাখা-বরাক নদীর উপর দিয়ে মেইন সড়কে পা রাখতে হয় আর বর্ষা হলে ত আরও অবস্থা খারাপ।
যদি পৌরসভার পক্ষ থেকে একটা ব্রিজ দেয়া হয় তাহলে আমরা শান্তি মত চলাফেরা করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে প্রত্যেকটি গ্রামকে শহর করার ঘোষণা দিয়েছেন, যেন শহর এবং গ্রামের মধ্যে কোন বিভেদ না থাকে। অথচ পৌর এলাকা হয়েও ০৯ নং ওয়ার্ডের পূর্ব তিমির পুর উন্নয়ন থেকে দূরে অবহেলিত হয়ে পড়ে আছে। এ ব্যাপারে কথা হয় নবীগঞ্জ পৌরসভার দুই-বারের মেয়র ছাবির আহমেদ চৌধুরী’র সঙ্গে তিনি বলেন, শাখা বরাক নদীর ওপর পাশের মানুষের চলাচলের জন্য প্রাইমারী স্কুল এর পাশ দিয়ে একটা ব্রিজ দেয়া হবে কিছু দিনের ভিতরে আরও বলেন,পৌরসভার রোড লাইট অতি তাড়াতাড়ি দেয়া হবে করোনার জন্য কিছু করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, আমি পৌরসভার ৬ নং ওয়ার্ডে বাসিন্দা আমার এলাকায় ও অনেক জায়গায় পৌর লাইন থাকলে ও আমার বাড়িতে ও ইউনিয়নের লাইন সংযোগ দেয়া। এই ব্যাপারে কথা বলেছি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এর সঙ্গে তিনি বলেছেন আমাদের এই সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়