উচ্চ শিক্ষায় ভর্তুকি ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারী অনুদান বন্ধ করা হোক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

উচ্চ শিক্ষায় ভর্তুকি ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারী অনুদান বন্ধ করা হোক

Link Copied!

 

সুমন দেব নাথ ।। সবার অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই বলেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। ইয়েস! ঠিক এই জিনিসটাই চাইছিলাম মাননীয় শিক্ষামন্ত্রী !

Higher education should be expensive and Higher Education should not be available to all for free.

এখানে ফ্রি কেন বললাম? আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নাম মাত্র ফি পরিশোধ করেই পড়েন। আপনার পড়ালেখার সব খরচের বিশাল বড় একটা অংশ সরকারই কিন্তু বহন করে। বিদেশে আমি যেহেতু লন্ডনে আছি সুতরাং লন্ডনের কথাই বলি, এখানে A level পর্যন্ত সরকারী খরচে পড়ালেখা করা যায়। কিন্তু এই এ লেভেলের পরে পড়তে গেলেই টাকা খরচ করে পড়তে হয়! বিশ্ববিদ্যালয় ভেদে এখানে অনার্স ও মাস্টার্স লেভেলে পড়াশুনা করতে বছরে প্রায় £৯০০০/১০,০০০ (দেশী টাকায় যা ৯/১০ লাখ টাকা) পাউন্ড ফি দিতে হয় বিশ্ববিদ্যালয়কে।

কিন্তু কে দিবে টাকা? এটার জন্যেও এখানকার সরকার সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে। সরকার কয়েকটা স্টুডেন্ট ফাইন্যান্স অর্গানাইজেশন করে রেখেছে যাদের কাজ হলও স্থানীয় শিক্ষার্থীদের স্টাডি লোন দেয়া। অর্থাৎ আপনি কোন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার অফার পেলেই ঐ স্টুডেন্ট ফাইন্যান্সের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে বিশ্ববিদ্যালয়ের ফি এর ঐ টাকাগুলো তারা বিশ্ববিদ্যালয়ে পরিশোধ করে
দিবে। এই যে আপনার পড়াশুনার টাকাটা বিশ্ববিদ্যালয়ে তারা পরিশোধ করে দিল তারা আসলে সে টাকাটা আপনাকে লোন হিসাবে দিল। যার শর্ত থাকে আপনি লেখাপড়া শেষ করে যখনই কোন চাকরিতে ঢুকবেন আর সেখানে যদি আপনি বার্ষিক £২১ হাজার পাউন্ডের উপরে ইনকাম করেন তাহলে মাসে সর্বোচ্চ £২০ করে ২৫ বছর ধরে পে করতে পারবেন। আপনি চাইলে স্টুডেন্ট ফাইন্যান্স কোম্পানিগুলোকে এডভান্স পেমেন্ট করে দিয়েও লোন ২৫ বছরের আগেই শেষ করে ফেলতে পারেন। আর যদি সেই লোন ২৫ বছরের ভিতরে শেষ করতে না পারেন তাহলে বাকিটা অটোমেটিক মাফ হয়ে যাবে।

যারা বিস্তারিত জানতে চান রি-পেমেন্ট লোন কিভাবে পরিশোধ হবে তা এখানে ক্লিক করে দেখতে পারবেন (অথবা গুগুল করুন…

UK student finance wjL)https://media.slc.co.uk/sfe/2021/ft/sfc_tcrms_and conditions _goude_2021_o.pdf

 

 

 

অর্থাৎ আপনি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাইলে আপনাকে নিজের নামে লোন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফি দিয়েই আপনাকে পড়াশুনা চালিয়ে যেতে হবে।

অর্থাৎ এখানকার সরকার আমাদের দেশের মত উচ্চ শিক্ষাকে নামমাত্র ফি পরিশোধ করে পড়ালেখা করে নামের পিছে ডিগ্রীর লেজ লাগানোর সিস্টেম রাখে নি? তারা তো বিশ্বের উন্নত দেশ । তাহলে তারা কেন উচ্চ
শিক্ষাকে আমাদের মত নাম মাত্র ফি দিয়ে পড়াশুনার ব্যবস্থা রাখেনি? কারণ তারা চায় না ভর্তুকি দিয়ে সরকারের খরচ বাড়িয়ে আপনাকে শিক্ষিত করতে! আপনি নিজে শিক্ষিত হতে চান? নিজে টাকা খরচ করে পড়ুন। যদি সেটা না করতে পারেন তাহলে এখানে অনেক ধরনের ভোকেশনাল ট্রেনিং নিয়ে জীবন শুরু করে দিতে পারবেন। জীবন থেমে থাকবে না। আমাদের দেশে কি চলছে? উচ্চ শিক্ষা খাতে সরকার ভর্তুকি

দিচ্ছে ফলাফল ঘরে ঘরে বেকার অনার্স মাস্টার্স তৈরি হচ্ছে আর শিক্ষার অবমূল্যায়ন হচ্ছে। কিভাবে? সরকারী একটা কেরানী পদের জন্যেও মাস্টার্স পাশ বেকার চাকরী প্রার্থী আবেদন করছে! কেন? একজন মাস্টার্স পাশ শিক্ষিত লোক কেন কেরানীর পদে চাকরী করবে? একজন কেরানী হওয়ার যোগ্যতা কি মাস্টার্স পাশ? এজন্যেই কি সরকার আপনাকে ভর্তুকি দিয়ে পড়ালো?

আমার মনে হয় এখন সময় এসেছে দেশে উচ্চ শিক্ষার লাগাম টেনে ধরা। উচ্চ শিক্ষা খাত ভর্তুকি বন্ধ করে সেই টাকাটা দেশের জনগণের সেবা খাতে ব্যয় করা উচিত। একজন ১৮+ মানুষকে কেন বাবা মায়ের পয়সা কিংবা দেশের পয়সা খরচ করে পড়াশুনা করতে হবে? আসলে এভাবে আমরাও করে এসেছি এখন সময় এসেছে সিস্টেমটা পরিবর্তনকরণের। কেয়ামত পর্যন্ত একটা খাতে সরকার ভর্তুকি দিয়ে যেতে পারে না। উচ্চ শিক্ষায় নিজের টিউশন ফি নিজে পরিশোধ করে পড়াশুনা করলে নিজের দায়িত্ববোধ জাগ্রত হয়। মানুষ স্বাবলম্বী হতে শিখে।

আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত। এই স্বায়ত্তশাসিত শব্দের অর্থই হলও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা অর্থাৎ তাঁরাই তাদের গভর্নিং বডি। সরকারি বিভাগ/পরিদপ্তরের সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থার প্রাথমিক পার্থক্য হলো শেষোক্তটি প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধিক স্বায়ত্তশাসন ভোগ করে থাকে। কিন্তু আমাদের দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর নমুনা হলো, সরকারের কাছে হাত পেতে অনুদানের টাকা নেয়া বছরের পর বছর! একটা বিশ্ববিদ্যালয় কেন নিজের আয়ের উপর নির্ভরশীল একটা বিশ্ববিদ্যালয় নিজে করতে পারবে না? কেন তারা স্বাবলম্বী হতে পারে
না? দেশে কি ছাত্র নেই? আকার কিংবা আয়তনে বলেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চেয়ে শতগুণ বড় আয়তনে কিন্তু এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারা বছরে শিক্ষার্থী ভর্তি করে মাত্র ১ বার! অথচ একই দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বছরে শিক্ষার্থী ভর্তি করে তিন থেকে চার বার? প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পারলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কেন পারবে না? তাদের কিসের অভাব? কেন তারা নিজেরা সত্যিকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হয়ে উঠতে
পারবে না? সরকারী অনুদানে আর কত চলতে হবে তাদের? হ্যাঁ, সরকার অনুদান দিবে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য, গবেষণা বৃদ্ধির জন্য কিন্তু শিক্ষক-শিক্ষার্থীদের বেতন ভাতা পরিশোধের জন্য নয়।

মাননীয় শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষায় ভর্তুকি বন্ধ করুন। যারা পড়তে চায় তাদের একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে এনে তাদের সরকারী লোন দিন যা তারা পরিশোধ করবে লং টার্মে। বিশ্ববিদ্যালয়গুলোকে কেয়ামতের আগে পর্যন্ত অনুদান দেয়ার সিস্টেম বন্ধ করে তাদের বলুন নিজেদের আয়ের ব্যবস্থা করতে। সরকারের ব্যয়ের খাত কমান। দেশের সকল জনগণকে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় দক্ষ করে তুলুন । আমরা স্বাবলম্বী হই। আর যারা উচ্চ শিক্ষা গ্রহণ করবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাক সাফল্যের স্বর্ণ শিখড়ে।

লেখক: সুমন দেব নাথ, সাংবাদিক ও অনলাইন শিখরে।

লন্ডন, ইংল্যান্ড।