উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মোহাম্মদ জাকির হোসেন পুন:নির্বাচিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 June 2024
আজকের সর্বশেষ সবখবর

উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মোহাম্মদ জাকির হোসেন পুন:নির্বাচিত

Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের আগামী দুই বছরের জন্য ম্যানেজিং কমিটি অনুমোদিত হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: মঈনুল ইসলাম স্বাক্ষরিত ১৩ জুন ২৪ তারিখের ৮৩২ নং স্মারকে এ কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটির সভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ জাকির হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য বেনু মিয়া, জামাল মিয়া, বাবুল মিয়া, কামাল মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জেসমিন আক্তার, দাতা সদস্য মো: আল আমিন। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসাইন খান, মো: সুলতান আহমেদ মারুফ এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোছা: তাহমিনা খাতুন।

উল্লেখ্য গত ৩ জুন তারিখে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: রায়হান উদ্দিন।