মোঃজাকির হোসেন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের অনুরোধে মার্চেন্ট এসোসিয়েশন মাধবপুর বাজার ও ব্যবসায়ীরা ঈদ পর্যন্ত দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন। সরকার সীমিত পরিসরে দোকানপাট খোলার অনুমতি দিলেও করোনা সংক্রমণরোধে ব্যবসায়ীরা মার্কেট খোলার সে সুযোগ নিচ্ছেন না।
শনিবার ৯ মে মাধবপুর বাজার কমিটি এবং মাধবপুর বাজার ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেয় মার্কেট খোলা রাখার। অতপর শনিবার সন্ধ্যার পর মাধবপুর উপজেলা প্রশাসনের অনুরোধে ২৫ মে পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিন্ধান্ত গ্রহন করে মার্চেন্ট এসোসিয়েশন, মাধবপুর বাজার।
মার্চেন্ট এসোসিয়েশন মাধবপুর বাজারের সাধারণ সম্পাদক শাহ সেলিম বলেন, সরকার সীমিত পরিসরে দোকানপাট খোলার অনুমতি দিলেও করোনা সংক্রমণ রোধে মাধবপুর উপজেলা প্রশাসনের অনুরোধে আমরা শ্রদ্ধা জানিয়ে ‘ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন জেনেও আমরা বর্তমান করোনা পরিস্থিতির কারণে সকলে মিলে এ সিদ্ধান্ত নিয়েছি।