ঈদকে সামনে রেখে শহরে মহিলা ছিনতাইকারীরা সক্রিয়, পুলিশের অভিযানে আটক ৩ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 July 2020
আজকের সর্বশেষ সবখবর

ঈদকে সামনে রেখে শহরে মহিলা ছিনতাইকারীরা সক্রিয়, পুলিশের অভিযানে আটক ৩

Link Copied!

 

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদকে সামনে রেখে জেলা জোড়ে ছিনতাইকারীদের আনা-গোনা বাড়ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে হবিগঞ্জ জেলায় এসে সঙ্গবদ্ধ হয়ে এরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে
এরা। ৩ থেকে ৪ জনের দলে বিভক্ত হয়ে এরা প্রত্যেক উপজেলায় ছড়িয়ে পড়ে।

গত ১ বছরের অনুসন্ধানে দেখা গেছে পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার ধরমন্ডল, গোনাপাড়া, নাছিরনগর, ছাতলপাড় ইত্যাদি এলাকার কিছু মহিলারা ঈদ, পুজা ও সামাজিক অনুষ্ঠানকে উপলক্ষ করে ছিনতাই কার্যক্রম চালায়। ছিনতাই কার্যক্রম সু-সম্পন্ন করতে তাদের আড়ালে থাকেন কয়েকজন পুরুষ সদস্যরাও। অবস্থার বেগতিক হলে সামনে এসে এরাই রক্ষা করে মহিলা ছিনতাইকারীদের। হাঠ-বাজার, শফিং মহল, বিপনী
বিতানসহ লোক সমাগম হয় এমন স্থান থাকে তাদের লক্ষ্য স্থল। মহিলাদের গলার চেইন, মোবাইল ফোন, নগদ টাকা ইত্যাদি হাতিয়ে নেয়াই এদের মুল লক্ষ্য।

সম্প্রতি পুলিশের অভিযানে বার বার আটক হয়ে জেল হাজতে গেলেও কমছে না এদের অপতৎপরতা।

চুনারুঘাট উপজেলার উত্তর বাজার এলাকার গৃহবধু ইভা জানান, বাচ্চাকে ঠিকা দিতে উপজেলার হাসপাতালে গেলে কৌশলে তার গলা থেকে ১ ভরি
ওজনের চেইনটি ছিনতাই করে নেয় নাছিমা আক্তার নামে এক মহিলা ছিনতাইকারী।

পরে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের নতুন বাসস্টান্ড এলাকায় অন্য আরেক এক মহিলার গলার চেইন ছিনতাই কালে স্থানীয়দের কাছে আটক হয় ধরমন্ডল গ্রামের আক্তার মিয়া স্ত্রী নাছিমা আক্তার (২২), মৃত আকছির মিয়ার স্ত্রী মাফিয়া আক্তার (৩৫), শাহজাহান মিয়ার স্ত্রী আকলিমা আক্তার (৩০)।

খবরটি শুনে গৃহবধু ইভা হবিগঞ্জ সদর থানায় এসে ছিনতাইকারীদের সনাক্ত করেন। হবিগঞ্জ সদর থানার এসআই পলাশ চন্দ্র দেব তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।