ঈদকে সামনে রেখে মাধবপুরে জমে উঠেছে গরুর হাট, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 July 2020
আজকের সর্বশেষ সবখবর

ঈদকে সামনে রেখে মাধবপুরে জমে উঠেছে গরুর হাট, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

Link Copied!

 

আক্তার হুসাইন, মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুরে সাপ্তাহিক গরুর হাটে হাজারো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট কেনাবেচা। তবে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে স্থানীয় প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট কেনাবেচার নির্দেশনা দিলেও তা কোন ভাবেই মানা হচ্ছে না।

সংক্রমণের শঙ্কা থাকলেও ক্রেতা-বিক্রেতাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও তারা অনেকে মাস্ক বা সুরক্ষা সরঞ্জাম ছাড়া অবাধে কেনাকাটা করছে।

 

ছবি: গরুর হাটে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

 

গত শুক্রবার ২৫ জুলাই সরেজমিনে মাধবপুরে গরু হাটে গিয়ে দেখা যায় সেখানে স্বাস্থ্যবিধি না মেনে চলছে কেনাবেচার হিড়িক। অধিকাংশ লোকই স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও পরছে না মাস্ক। আবার কারো কারো কাছে মাস্ক দেখা গেলেও তা ঝুলছিল থুতনিতে। দূরত্ব বজায় না রেখে ঘেষাঘেষি করে চলছে পশু কেনাবেচা। হাটে স্বাস্থ্যবিধি মানাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা থাকলেও কোন তদারকি নেই বলে জানিয়েছেন সচেতন মহল। তাছাড়া নিয়মিত প্রশাসনের গরুর বাজার তদারকি লক্ষ্য করা গেলেও তা মানছেন না বেপরোয়া জনগণ।

এ বিষয়ে ইজারাদার হাজী মোহাম্মদ ওসমান খান “দৈনিক আমাদের হবিগঞ্জ”কে জানান, ঈদকে সামনে রেখে বাজারে অতিরিক্ত জনগণের চাপ সামলানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা পরবর্তীতে যাতে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করা যায় সেজন্য আগামী বাজার থেকে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলব।