ই-বাংলাদেশ ও মোঘল রেষ্টুরেন্টের সৌজন্যে ক্লাব ৯৩’র ক্রিকেটারদের জার্সি প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 14 January 2023
আজকের সর্বশেষ সবখবর

ই-বাংলাদেশ ও মোঘল রেষ্টুরেন্টের সৌজন্যে ক্লাব ৯৩’র ক্রিকেটারদের জার্সি প্রদান

Link Copied!

ক্লাব ৯৩ আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহনকারী খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেপ্লেস ই-বাংলাদেশ ও মোঘল রেষ্টুরেন্টের সৌজন্যে এ জার্সি প্রদান করা হয়।

শনিবার (১৪জানুয়ারি) ক্লাব ৯৩ এর অফিসে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইসতিয়াক তরফদার কল্লোল, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার খোকন, মোঘল রেষ্টুরেন্টের মালিক তারেক আহমেদ, ক্লাবের খেলোয়ারবৃেন্দর কাছে জার্সি হস্তান্তর করেন।

উল্লেখ্য প্রথম বিভাগ ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১২ ফেব্রুয়ারী যমুনা এক্সপ্রেস ও স্বর্ণালী ক্রিকেট ক্লাবের মূখোমুখি হবে ক্লাব ৯৩।