নুরুজ্জামান মানিক : সন্ধ্যা থেকে ঢাকায় চায়ের কাপে ঝড় তোলা হচ্ছে পরদিন ঢাবি সমাবর্তন নিয়ে। আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি অবশ্য ভারতের দিকে। ভারতের স্বাধীনতা দিবসে ইন্দিরার ভাষণকে কেন্দ্র করে সেখানে খুব অস্থির সময় যাচ্ছে।
একই সময় ওয়াশিংটনে বসেছে চার্চ কমিটির সভা, বের হয়ে আসছে সিআইএ নামক দানবের কর্মকান্ডের নানা হদিশ! এদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে তিনদিন আগেই ১৫ আগস্ট তালিকা বহির্ভূত ছুটি ঘোষিত হয়েছে কিন্তু সিআইএ ষ্টেশন চিফ চেরীসহ দূতাবাসের কর্মকর্তাদের সারা রাত অফিস করতে হবে,পাঠাতে হবে আপডেট বার্তা যার জন্য অধির হয়ে থাকবেন যুক্তরাস্ট্রস্থ হেনরী কিসিঞ্জার, আথারটন প্রমুখ। ওদিকে কুমিল্লার বার্ড থেকে ২ দিন আগে গাঁ ঢাকা দিয়েছেন মাহবুবুল আলম চাষী! রাতের অন্ধকারে ক্যান্টনমেন্ট থেকে বেড়িয়ে পড়ল মেজর রশিদ এর কামান আর মেজর ফারুকের ট্যাঙ্ক বাহিনী। এয়ারপোর্টে মেজর ফারুকের ব্রিফিং শেষে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এগিয়ে গেল মেজররা তাদের অপারেশনে, আসুন এবার আমরা চলে যাই বঙ্গবন্ধুর বাসভবনে।
চাঁদ ডুবে গেছে, বিশাখাও চলে গেছে। অনুরাধা এসেছে লক্ষ কোটি তারার মিটিমিটি রহস্য নিয়ে। ধানমন্ডির স্বচ্ছ লেকের জলে তখন শেষ রজনীর জ্বলজ্বল লক্ষণগুলো শিহরিত ।
৩২ নং সড়কের সবুজ আকাশ প্রদীপ জ্বালা বাড়িটির মাথা বাড়িয়ে বেতস পাতার কচি কচি ডগাও তখন দুলছে। অদূর থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের আহবান-আস সালাতু খায়রুম মিনান্নাউম, আল্লাহু আকবর আল্লাহু আকবর…. বঙ্গবন্ধু যথারীতি ওজু সেরে ফজর নামাজ আদায় করে পড়নের পাঞ্জাবী খুলে জানালায় দাঁড়িয়ে দেখছেন বিউগলার মিষ্টি সুরে অধিনায়ক পতাকা ওড়াচ্ছেন। গুড়ুম গুড়ুম! লুটিয়ে পড়লেন বিউগলার আর অধিনায়ক। চারদিক থেকে গুলি করতে করতে এগিয়ে আসছে আততায়ীর দল। দরজা খুলে দেখলেন সিঁড়িতে দন্ডায়মান মেজর মহিউদ্দিন, মেজর হুদাসহ সশস্ত্র সৈনিকদের । কি চাস তোরা?
প্রথমে মহিউদ্দিন হুদা বঙ্গবন্ধুর প্রবল ব্যক্তিত্বের কাছে নতজানু হয়ে গেলেও (মহিউদ্দিনের পিস্তল হাত থেকে পরে যায়) পরে তারা সামলে নিয়ে শুরু করলেন বাদানুবাদ। ইতোমধ্যে শেখ কামাল তাদের হাতে নিহত হয়েছেন। যাহোক, বঙ্গবন্ধু তাদের সাথে যেতে রাজি হলেন। রেডি হবার জন্য রুমের ভিতর গেলেন। আলাপ হল তোফায়েলের সাথে। সেনা প্রধানকেও বললেন যে তার বাড়ী আর্মী আক্রান্ত। সেনা প্রধান আশ্বাস দিলেন তিনি কিছু করবেন। ডিজিএফআই প্রধান কর্নেল জামিলকে ফোন করলেন, জামিল বললেন আমি আসছি স্যার (উল্লেখ্য, একমাত্র পাক প্রত্যাগত আর্মী অফিসার কর্নেল জামিলই বঙ্গবন্ধুকে বাঁচাতে এসে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।) গায়ে পাঞ্জাবী পড়ে হাতে পাইপ নিয়ে বেড়িয়ে এলেন সিঁড়ির মুখে, তার একটু পেছনে মেজর মহিউদ্দিন প্রমুখ। ঠিক ঐ সময় নিচে দন্ডায়মান মেজর নূর চিৎকার করে তার স্টেনগান বঙ্গবন্ধুর বুকে তাক করে মাত্র ৭ ফুট দূরত্ব থেকে ১৮টি গুলি বর্ষণ করলেন।
“ইয়া আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো”-বলেই সিঁড়ির উপর লুটিয়ে পড়লেন স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫ আগস্ট ১৯৭৫ রোজ শুক্রবার, আনুমানিক সময়-ভোর ৫:৫৫-৬:০৫।
বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের কেউই রেহাই পায়নি হায়েনাদের হাত থেকে। শুধু শেখ হাসিনা আর শেখ রেহানা তখন বেলজিয়ামের ব্রাসেলস এ থাকায় বেঁচে যান। (বঙ্গবন্ধুর হত্যাকান্ডে ক্ষুব্ধ, ব্যথিত, মর্মাহত হবার সুযোগ আছে কিন্তু বিস্মিত হবার কিছুই নেই বরং চরম আন্তর্জাতিক ও দেশী ষড়যন্ত্রের মধ্যেও যে সাড়ে তিন বছর তিনি বেচেছিলেন তাই আশ্চর্যজনক। স্মর্তব্য, ভারতের স্বাধীনতার মাস কয়েক পরে প্রাণ হারান মহাত্মা গান্ধী আর স্বাধীনতার আগেই বার্মার আওংসান, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলীও মারা যান আততায়ীর গুলিতে, শ্রীলংকায় বন্দর-নায়েক। পার্থক্য শুধু বঙ্গবন্ধু নিহত হন সপরিবারে। রাশিয়ার আশির্বাদপুস্ট সরকার প্রধানের বিকল্প নেতা দাড় করানো মার্কিন কৌশল কিন্তু জীবদ্দশায় বঙ্গবন্ধুর স্থান নেবে এমন নেতা কই? তাই বাংলাদেশেও ঘটল চিলির ইতিহাসের পুনরাবৃত্তি।
ইতোমধ্যে হত্যা মিশনের গ্রপ কমান্ডার মেজর ডালিম বীর উত্তম শেখ সেরনিয়াবতের বাসায় অপারেশন শেষ করে রেডিও সেন্টারে এসে ঘোষণা দিলেন ‘‘আমি মেজর ডালিম বলছি। স্বৈরাচারি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। জননেতা খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। দেশে সামরিক আইন জারি করা হয়েছে এবং সারাদেশে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশ এখন থেকে ইসলামী প্রজাতন্ত্র।’’ অল্প কিছুক্ষণের মধ্যেই কর্নেল (অব:) তাহের, কর্নেল (অব:) আকবর হোসেন, ক্যাপ্টেন (অব:) মাজেদ প্রমুখ হাজির হলেন রেডিও বাংলাদেশে। এরপর মেজর ডালিম সেনাসদরে গিয়ে ঘন্টাখানেকের মধ্যেই জেনারেল শফিউল্লাহ, জেনারেল জিয়াউর রহমান, বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খন্দকার, নৌবাহিনী প্রধান এমএইচ খানকে সঙ্গে নিয়ে ফিরে এলেন রেডিও বাংলাদেশে। বিডিআর প্রধানকেও ডেকে আনা হল।
মেজর রশিদ ফিরে এলেন জনাব খন্দকার মোশতাক আহমেদকে নিয়ে। মোশতাক আহমদ রেডিওতে জাতির প্রতি তার ভাষণ দিলেন তখন তার পাশে ছিলেন মাহবুবুল আলম চাষী, তাহেরউদ্দিন ঠাকুর। (এই তিনজন মিলেই মার্কিন-পন্থী “ত্রিবেণী” যারা একাত্তরে মোশতাক ত্রয়ী হিসেবে পরিচিতি পায়। তাদের মার্কিন কানেকশন আর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেলে, এদের জাতিসংঘে যাওয়া আটকানো হয়, স্বাধীনতার পরপর মোশতাককে ছাড়তে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আর চাষী সচিবালয় থেকে কুমিল্লার বার্ডে। ১৫ আগস্টেই এরা প্রকাশ্যে আবার মিলিত হলেন)। প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা সবাই রাষ্ট্রপ্রধান খন্দকার মোশতাক আহমদের প্রতি আনুগত্য প্রকাশ করে অভ্যুত্থানের স্বপক্ষে ভাষণ দিলেন রেডিওতে। ঐ দিনই জনাব খন্দকার মোশতাক আহমদ এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। অস্থায়ী বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন এই অনুষ্ঠান পরিচালনা করেন। একই দিন উপ-রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন মোহাম্মদউল্লাহ। মন্ত্রী পরিষদও গঠিত হয় সেদিনই। বঙ্গবন্ধু শেখ মুজিবের লাশ তখনো তার বাসভবনের সিঁড়িতেই পড়ে রইল, তার কথা সবাই ভুলেই গেছে। বঙ্গভবনে চলছে আনন্দ উল্লাস, খানাপিনা!
যিশু হত্যার পাপ আজও তাড়িয়ে বেড়ায় ইহুদিদের। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যার জীবনের বেশি সময় কেটেছে কারাগারে এদেশের জনগণের স্বাধিকার আর মুক্তির জন্য তাকে হত্যা করার মহাপাপের প্রায়শ্চিত্ত কি করতে হবে না?