ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে হবিগঞ্জে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 23 October 2023
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে হবিগঞ্জে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

Link Copied!


.
স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজায় ইসরাইল কতৃক দীর্ঘদিন ধরে চালানো আগ্রাসন-গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) বাদ আসর গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা কার্যালয়ের সামন থেকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কোর্ট মসজিদ প্রাঙ্গণে পথসভার মাধ্যমে সংহতি মিছিলের সমাপ্তি করা হয়।

এতে জেলার দপ্তর সম্পাদক মাহদী হাসানের সভাপতিত্বে ও সদর উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ওহির পরিচালনায় বক্তব্য রাখেন জেলার প্রচার সম্পাদক সাইফুর রহমান তালুকদার, সদর উপজেলার সভাপতি শাহিন আহমেদ, সদর উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক জুনাইদ মাওলা, মোঃ উসমান আহমেদ প্রমূখ।

এসময় তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের কাছে দাবি জানান। একইসাথে বাংলাদেশের পাসপোর্ট সংশোধন করে except Israel পুনরায় লেখার দাবি তুলে ধরেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাজু আহমেদ, পৌর শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাফি আহমেদ, সাব্বির রহমান, মোঃ সাগর মিয়া, মোঃ শিপন আহমেদ, ফানজুল ইসলাম শ্যামল প্রমূখ।