ইরান যুদ্ধ ইস্যু দেখিয়ে আজমিরীগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 10 January 2020

ইরান যুদ্ধ ইস্যু দেখিয়ে আজমিরীগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা

Link Copied!

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ- আজমিরীগঞ্জ বাজার সহ উপজেলার প্রায় বাজারে জন সাধারণের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতি কেজিতে বাড়ীয়েছে ২০ থেকে ৫০ টাকা,এতে সাধারণ মানুষ খরিদ করতে হিমশিম খাচ্ছে।  সরজমিনে আজমিরীগঞ্জ বাজারে বিভিন্ন মুদি দোকানের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানাযায় বিভিন্ন পন্যের দাম বেড়েছে যেমন- খোলা বাজারের সোয়াবিন সহ বিভিন্ন তৈল,ডাল,পেঁয়াজ, রসুন,মরিচ,হলুদ,চিনি সহ প্রায় প্রত্যেক পন্য।

এতে করে প্রতি কেজিতে ২০ থেকে ৫০ টাকা কেজিতে বেশি রাখছেন ব্যবসায়ীরা,যা সাধারন মানুষ খরিদ করতে হিমশিম খাচ্ছেন,গত কয়েক দিন ধরে বাজারে ব্যবসায়ীরা দাম বেশি নিচ্ছে কারন জানতে চাইলে তারা জানান ইরানে যুদ্ধ লাগার কারনে জিনিসের দাম একটু বেশি বেড়েছে পাইকারী বাজারে, তাই আমরা ও দামে বিক্রি করতে হচ্ছে। আবার কয়েকজন খুচরা ব্যবসায়ী জানান যে আজমিরীগঞ্জ বাজারে পাইকারী বড় ব্যবসায়ী আছেন তাদের দোকান থেকে -বিকাশ মোদক,আলমগীর মিয়া,সামচু মিয়া,হরিপদ রায়,অর্জুন রায়,সমর রায়ের দোকান থেকেই পাইকারী দরে উপজেলা সহ প্বার্শবর্তী বিভিন্ন বাজারের মুদি ব্যবসায়ীরা খরিদ করে থাকেন।

উনারা যে দামে মালের মূল্য ধরে দেন আমরা সেই দামে বিক্রি করতে হয়,কয়েকজন ক্রেতার সাথে কথা বললে জানায় খোলা সোয়াবিন তৈল এস কেজিতে ৩০ টাকা বেশি রাখছে রসুন ও পেয়াজ প্রায় ২০০ টাকা কেজি,আমরা সারাদিন কাজ করে রোজ পাই ৩০০ থেকে সাড়ে তিন শত,এরা বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায়,এ সব প্রসাশন দেখে না বলে আফ্রেক্ষ করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান দ্রব্য মূলের দাম বেড়েছে বলে শুনিনি কেন দাম বেশি রাখবে,তবে আমি এ বিষয়টি দেখব।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়