নবীগঞ্জের ইমাম চা বাগান চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের ডাকে বাগানে বিক্ষোভ সমাবেশ ও সমাবেশের পর বিক্ষোভ মিছিল করা হয়।
এ কর্মসূচী থেকে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৮ এপ্রিল সকাল ১০টায় পুনরায় বাগানে সংহতি সমাবেশ কর্মসূচী ঘোষণা করা হয়। ইমাম চা বাগানের ছোট বাংলো প্রাঙ্গনে পঞ্চায়েত সভাপতি রামভজন রবি দাসের সভাপতিত্বে ও ইমন গোস্বামীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েতের সাবেক সভাপতি আমির হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক যুবরাজ মুন্ডা, অর্থ সম্পাদক সন্তোষ বাগতি, সহ-সভাপতি পারুল বাগতি, শ্রমিক নেত্রী কোকিলা বাগতি, মমিনা বেগম, নিরলা গোস্বামী ও পদ্মা মুন্ডা।
এছাড়া সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শিক্ষিকা বিউটি নায়েক, ডাক্তার হাবিবুর রহমান, শেফালী, আরতি, সুকুমার, জেসমিন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রায় ৮/৯ মাস যাবত ইমাম বাগান বন্ধ থাকায় শ্রমিকরা কর্মহীন। বেতন ও রেশন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বাগানের শ্রমিকরা আজ অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন।
বিগত ২০২৩ সালের ১১ জুলাই বাগান মালিকের সহিত বাগান চালু হওয়ার জন্য পঞ্চায়েতের লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু মালিক ৭ দফা দাবি উপেক্ষা করে এবং চুক্তি বাস্তবায়ন না করে বিনা নোটিশে অযৌক্তিকভাবে বাগান বন্ধ রেখেছেন যাহা সম্পূর্ণ বেআইনী। অদ্যাবধি বাগান বন্ধ থাকায় বাগানে বসবাসকারী শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
উপরন্তু বাগান কর্তৃপক্ষের পরোক্ষ মদদে স্বার্থান্বেষী মহল বাগানের বিভিন্ন গাছ-গাছালি রাতের আধারে কর্তন করে বাগান ধ্বংস করছে এবং এর দারভার সাধারণ শ্রমিকদের উপর কৌশলে চাপিয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের মাধ্যমেই বাগান চালু এবং ৭ দফা দাবি বাস্তবায়নসহ বকেয়া বেতন-ভাতা আদায় সম্ভব।