ইন্টার‍্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের উদ্দোগে নৌকা বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 7 August 2020
আজকের সর্বশেষ সবখবর

ইন্টার‍্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের উদ্দোগে নৌকা বিতরণ

Link Copied!

হবিগঞ্জ সদর : সারোয়ার হাসান নাহিদের সভাপতিত্বে রোটারি ক্লাব অব হবিগঞ্জের স্পন্সরিং ক্লাব ইন্টার‍্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের উদ্দোগে অসচ্ছল ব্যাক্তি রামানন্দ্র বাবু (ফালানকে) বিনামূল্যে নৌকা বিতরণ করা হয়।

 

ছবি: ইন্টার‍্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের উদ্দোগে নৌকা বিতরণ।

 

নৌকা দিয়ে অসচ্ছল ব্যাক্তিটি মানুষ পারাপার করে তার জীবিকা নির্বাহ করবে। সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ এসোসিয়েশন অব টরেন্টো কানাডা।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুনীল সরকার, ইন্টার‍্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের উপদেষ্টা কমিটি চেয়ারম্যান রোটারিয়ান.দিবাকর পাল পি.এইচ.এফ, বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রোটার‍্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের ভাইস প্রসিডেন্ট. রনি ঘোষ, রোটার‍্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট ফাতেমা ইয়াসমিন মিশু, সাবেক মেম্বার হাজী রজব আলী, এলাকার বিশিষ্ট মুরুব্বী আব্দুল মন্নাফ, জাহাঙ্গীর আলম, শামিম মিয়া, পলাশ, সৈকত এবং মশিউরসহ আরো অনেক।