ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 22 August 2021

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

অঞ্জন রায়,  নবীগঞ্জ প্রতিনিধি :  সদ্য যোগদানকৃত ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওছার আলম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন  অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ইনাতগঞ্জ বার্তা পরিবারের সদস্যবৃন্দ।

ছবি : ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

রোববার (২২ আগস্ট) বিকালে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িরতে নবাগত ইনচার্জ এর সঙ্গে দৈনিক ইনাতগঞ্জ বার্তা পরিবারের সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই শাহাজান আহমেদ, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও ইনাতগঞ্জ বার্তার প্রধান প্রতিবেদক অঞ্জন রায়, দৈনিক ইনাতগঞ্জ বার্তার (ভারপ্রাপ্ত) সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সম্পাদক আলী জাবেদ মান্না, বার্তা সম্পাদক ইকবাল হোসেন তালুকদার প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ কালে কাওছার আলম বলেন,পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এক্ষেত্রে চাই সকলের সহযোগিতা। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়