ইনাতগঞ্জে মেয়াদ উত্তীর্ণ, পণ্যের গায়ে মূল্য না থাকায় ৪ ব্যবসায়ীকে জরিমানা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 July 2020
আজকের সর্বশেষ সবখবর

ইনাতগঞ্জে মেয়াদ উত্তীর্ণ, পণ্যের গায়ে মূল্য না থাকায় ৪ ব্যবসায়ীকে জরিমানা।

Link Copied!

 

এমএ রাজাঃ করোনাকালীন সময়ে বাজার তদারকিতে গুরুত্ব দিচ্ছে হবিগঞ্জ জেলা প্রশাসন। গতকাল সোমবার (১২ই জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয় হতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে তদারকি করা হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে মেয়াদ মুল্য না থাকা ও ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করার দায়ে স্বাদ, বেঙ্গল ফুডস ও দুটি ফার্মেসীসহ মোট
চারটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত জনতাকে বলা হয় জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।