ইতালির লিভর্ণ শাখার বিএনপির সেক্রেটারি হলেন বানিয়াচংয়ের আশিক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 24 September 2024

ইতালির লিভর্ণ শাখার বিএনপির সেক্রেটারি হলেন বানিয়াচংয়ের আশিক

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) এর ইতালি লিভর্ণ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আশিক মিয়া। সে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর মহল্লার মো: ফিরোজ মিয়ার পুত্র। মো: আশিক মিয়া দীর্ঘ ১৬ বছর ধরে ইতালিতে অবস্থানকালে বিএনপিকে সুসংগঠিত করাসহ দলীয় কার্মকান্ডে ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন।

তার কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইতালি শাখার সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে ইতালি লিভর্ণ শাখার ৪২ বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে মো: আফিল উদ্দিন দফাদারকে সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে মো: আশিক মিয়া ও সাংগঠনিক সম্পাদক হাছান সৌওদাগরকে নির্বাচিত করা হয়। নতুন দায়িত্ব পেয়ে মো: আশিক মিয়া সবার সহযোগীতা কামনাসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করে যাওয়ার ও অঙ্গিকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত লিভর্ণ শাখার সাধারণ সম্পাদক মো: আশিক মিয়া।

প্রবাস সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়