বিশেষ প্রতিনিধি : হাওর-টিলা-চা বাগানের জল-সবুজে ছাওয়া হবিগঞ্জের সারা গায়ে আজ শিল্পদূষণের ক্ষত। বড় বড় কারখানা হয়েছে; অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে; বহু পণ্য উৎপাদন হচ্ছে; গতিশীল হচ্ছে অর্থনীতির চাকা; কিন্তু এতকিছুর আয়োজন যে মানুষের জন্য, সেই হবিগঞ্জবাসী আজ পড়ে গেছেন ভয়ানক পরিবেশ দূষণের কবলে। কারণ, শিল্পকারখানা থেকে নির্গত দূষিত তরল বর্জ্য পরিশোধনের যে ব্যবস্থা (ইটিপি-এফফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) আইনের মাধ্যমে সরকার বাধ্যতামূলক করে দিয়েছে, তা লঙ্ঘিত হচ্ছে পদে পদে। বেশিরভাগ কারখানায় ইটিপি চালানো হচ্ছে নামকাওয়াস্তে, যে কারণে দূষিত তরল বর্জ্য খাল-নদী-জমিতে ছড়িয়ে পড়ে বিপন্ন করে তুলেছে এখানকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, জনস্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ।
দেশ রূপান্তরের টানা তিন মাসের অনুসন্ধানে দেখা গেছে, অধিকাংশ শিল্পকারখানা কর্তৃপক্ষ ইটিপির ব্যয় বাঁচানোর জন্য অনেক কাঠখড় পোড়াবে; শিল্পদূষণের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীদের হাত করবে, মাস্তান বাহিনী পালবে, হামলা-মামলা-মোকদ্দমা করাবে, প্রশাসনে নজরানা ঢালবে, মাঝেমধ্যে জরিমানাও গুনবে এরকম দুনিয়ার ঝক্কি-ঝামেলা পোহাবে পর্দার আড়ালে থেকে; অথচ প্রকাশ্যে একটা মাত্র কাজ কারখানার ইটিপিটা নিয়মিত চালু রাখা, সেটা করবে না।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিবেশবিদ ড. আইনুন নিশাত বলেন, ‘সব শিল্পপতিই চান বেশি মুনাফা। তাই তারা ইটিপির ব্যয় বাঁচাতে গিয়ে পরিবেশ দূষণ ঘটান। স্থানীয় জনপ্রতিনিধিরা আবার এর বিরুদ্ধে মুখ খোলেন না। কারণ, তারা শিল্পপতিদের কাছ থেকে চাঁদা নেন। জনসাধারণও দূষণের বিরুদ্ধে সোচ্চার হন না, যেহেতু তাদের প্রতিনিধি টাকা খেয়ে বসে আছেন।’
ইটিপির খরচ কত : শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে গিয়ে স্কয়ার টেক্সটাইল ডিভিশনের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের এজিএম দেবাশিষ রায়ের সঙ্গে গত ২১ মার্চ কথা বলে জানা গেল, প্রতি লিটার তরল বর্জ্য পরিশোধনে বায়োলজিক্যাল ইটিপিতে ২ পয়সা আর কেমিক্যাল ইটিপিতে ৩ পয়সার মতো খরচ হয়। সে অনুযায়ী স্কয়ার ডেনিমের একটি বায়োলজিক্যাল ইটিপিতে ৩৬ লাখ লিটার পানি পরিশোধনে প্রতিদিন ব্যয় হচ্ছে ৭২ হাজার টাকা; মাসে সাড়ে ২১ লাখ আর বছরে প্রায় আড়াই কোটি টাকা।

ছবি : দূষণের কবলে বিপর্যস্ত সুতাং নদীর একাংশ
গত ৫ জুন অলিপুরে প্রাণ-আরএফএলের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে জানা গেল, এখানে বায়োলজিক্যাল চারটি ও কেমিক্যাল একটিসহ পাঁচটি ইটিপি রয়েছে। এর পরিশোধনক্ষমতা দৈনিক ১ কোটি ৬ লাখ লিটার। শিল্প পার্কের চিফ প্ল্যান্ট অফিসার হাসান মো. মঞ্জুরুল হক এবং স্বাস্থ্য ও পরিবেশ নিরাপত্তা কর্মকর্তা বিকাশ কর্মকার বললেন, ‘বর্তমানে ৫০ লাখ লিটার তরল বর্জ্যরে পুরোটাই পরিশোধন করে পাশের শৈলজুড়া খালে ফেলা হচ্ছে। প্রতি কিউবিক মিটারে (১ হাজার লিটারে ১ কিউবিক মিটার) খরচ হয় ১৮ থেকে ২০ টাকা। এ হিসাবে ইটিপিতে বর্জ্য শোধনে প্রাণ-আরএফএলের বছরে খরচ হয় প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা।’
সিলেট পরিবেশ অধিদপ্তরের কাগজে-কলমের হিসাব বলছে, স্টার সিরামিকস ইটিপির মাধ্যমে প্রতি ঘণ্টায় ৩৫ ঘনমিটার, সায়হাম নিট কম্পোজিট দৈনিক ২ হাজার ৪০০, মার লিমিটেড দৈনিক ২৪০, হবিগঞ্জ টেক্সটাইল মিলস ও সান বেসিক কেমিক্যাল দৈনিক ৬ হাজার, হবিগঞ্জ এগ্রো দৈনিক ১৫, চারু সিরামিকস ৩০০, গ্লোরি এগ্রো প্রডাক্ট ঘণ্টায় ১০০, ভারটেক্স পেপার অ্যান্ড বোর্ড ঘণ্টায় ৩০, বিডি হার্ডল্যান্ড সিরামিকস দৈনিক ৬ হাজার ৪২০, পাইওনিয়ার ডেনিম দৈনিক ৬ হাজার ঘনমিটারসহ আরও কিছু শিল্পকারখানা প্রতিদিন তরল বর্জ্য পরিশোধন করছে ইটিপির মাধ্যমে।
প্রশ্ন ওঠে, এতই যদি ইটিপি দিয়ে বর্জ্য শোধন হয়ে থাকে হবিগঞ্জে, তাহলে এত দূষণ এলো কোত্থেকে? আবার সব কারখানা যদি সত্যিই এ হারে বর্জ্য পরিশোধন করে থাকে, তবু তাদের ইটিপি খরচ বছরে এক-দেড় লাখ টাকা থেকে ঊর্ধ্বে চার-সাড়ে চার কোটি টাকার বেশি হবে না।
‘একেকটা শিল্প গ্রুপের কাছে বছরে এ পরিমাণ খরচ খুব কি বেশি? কেন তারা এ খরচ বাঁচাতে গিয়ে পরিবেশ দূষণের মতো গুরুতর ক্ষতি করবে, দুর্নাম কুড়াবে; আবার তা সামাল দিতে টাকা খরচ করে এত ছল-বল-কৌশলের আশ্রয় নেবে?’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ শাখার সভাপতি ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ গত ১০ জুন ব্যাখ্যা করে বললেন, ‘শিল্পপতিদের হিসাব অন্যরকম। মূলত ইটিপি ব্যবহার কম করে তারা লাভের অঙ্ক বাড়ায়। এ লাভের টাকা অসৎ আমলা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিদের পেছনে খরচ করে তাদের হাতে রাখে। অথচ এই অর্থ যদি তারা সঠিকভাবে ইটিপিতে খরচ করত, তাহলে আমাদের এ বিপর্যয়ের মুখে পড়তে হতো না। অনেক শিল্পপতির দেশ ও মানুষের প্রতি ভালোবাসা নেই। এরা লাভ আর ক্ষমতাকেই বেশি চেনে।’
সরেজমিন দূষণ : গত ২২ ফেব্রুয়ারি দুপুরে অলিপুরে সরেজমিন প্রাণ-আরএফএলের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের পেছনে গিয়ে দেখা গেল, একাধিক মোটা পাইপ দিয়ে পার্কের ভেতর থেকে পানি পাশের উজান শৈলজুড়া খালে ফেলা হচ্ছে। পাইপে স্বচ্ছ পানি বের হলেও খালের পানি কালো কুচকুচে। পাশের জমিতে কর্মরত কৃষক জুনায়েদ মিয়া বললেন, দিনে পাইপ দিয়ে পানি খুব কম পড়ে, রাতে জোরে বের হয়। স্কয়ার কোম্পানীর পানিও এ খাল দিয়ে যায়।
১০ এপ্রিল মাধবপুরের বাদশা গ্রুপের পাইওনিয়ার ডেনিমে গেলে পাশের শিবজয়নগর গ্রামের জামাল বললেন, ‘একসময় রাজখালের পানি দিয়ে আমরা তিনটা ফসল করতাম। প্রতি একর (৩০ শতক) জমিতে আগে ধান হতো ১৫-১৬ মণ। পাইওনিয়ার ডেনিম চালুর পর ধান হচ্ছে ৬-৭ মণ।’ একই গ্রামের শামীম বললেন, ‘রাজখালের পানি নষ্ট হয়ে যাওয়ায় ধান পুষ্ট হওয়ার আগেই সাদা হয়ে ঝরে যায়। চিটা হয় বেশি। রাত ১২টার পর কারখানা থেকে পাইপে কালো রঙের পানি বের হয়। এতে খুব দুর্গন্ধ থাকে। এ খালের পানি বলভদ্র নদীতে মিশেছে।’
ওইদিন দুপুরে সরেজমিন দেখা গেল, কারখানার পেছনে বসানো পাইপ দিয়ে কালো পানির সঙ্গে সাদা পানিও বের হচ্ছে। স্থানীয়রা জানালেন, পাম্পের সাহায্যে বর্জ্য পানির সঙঙ্গ সাদা পানি মিশিয়ে খালে ফেলা হচ্ছে।
সিলেট বিভাগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন গত ৫ মে দেশ রূপান্তরকে বলেন, ‘শিল্পকারখানাগুলোতে কত সময় ইটিপি চালু থাকে তা দেখতে কাউকে না জানিয়ে বহুবার সিলেট থেকে হবিগঞ্জ গিয়েছি। কিন্তু আমার সন্দেহ, কতিপয় লোক আমাদের চলাফেরায় নজর রাখে। কারখানার গেটে আনুষ্ঠানিকতা সারতে সারতেই ইটিপি পুরোপুরি চালু করে দেয়।’
লাভের লোভেই দূষণ : এমরান হোসেন আরও বলেন, ‘শিল্পপণ্য উৎপাদনে শতকরা ৩ থেকে ৬ ভাগ খরচ হয় ইটিপিতে। তাই ইটিপি যত কম, লাভ তত বেশি।’
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এবিএম বদরুদ্দোজা বলেন, ‘শিল্প ব্যয়ের অন্যতম অংশ ইটিপি। তাই অনেক শিল্পপতিই টাকা ঢেলে সবাইকে ম্যানেজ করে ইটিপি ব্যবহার নামকাওয়াস্তে করেন।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ‘শিল্প দূষণ বন্ধ না হওয়ার নেপথ্যে রয়েছে শিল্পমালিকদের সঙ্গে প্রশাসন ও রাজনীতিকদের যোগসাজশ। যদি প্রশাসন ঠিকভাবে কাজ করত তাহলে আমাকে মামলা করতে হয় কেন? জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য, মৎস্য ও কৃষি কর্মকর্তারা যদি তাদের কাজ ঠিকভাবে করতেন, তাহলে এসব হতো না।’ তিনি আরও বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের অনেকেই রাজনীতি করেন। রাজনীতিকদের মধ্যে যে উন্নয়নের দর্শন আছে, সেটাও শিল্পকেন্দ্রিক। তাই যতই দূষণ হোক, তারা এসবের ধারধারিতে নেই।’
বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের এসব মন্তব্যের যথার্থতা মেলে এলাকার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের বক্তব্য ও কর্মকান্ডে।
হবিগঞ্জের ‘হিটলার’ : গত ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালী গ্রামের বাসিন্দা আবদুল মতিন বললেন, ‘শিল্প দূষণের বিরুদ্ধে মানুষ যাতে বিক্ষোভ না করে সেজন্য রাজিউড়া ইউপির সাবেক দুই চেয়ারম্যান প্রয়াত এনামুল হক শেখ কামাল ও আবুল কালাম বাবুলকে কারখানা থেকে মাসোয়ারা নিতে শুনেছি। বর্তমান চেয়ারম্যান ফয়জুল ইসলাম ফজল মাসখানেক হলো উপনির্বাচনে জয়ী হয়েছেন। তিনি মাসোয়ারা নিচ্ছেন কি না কিছুদিন পর বুঝতে পারব।’
সাবেক চেয়ারম্যান আবুল কালাম বাবুলের কাছে জানতে চাইলে তিনি শিল্পকারখানা থেকে মাসোয়ারা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি নিজেই পানির দুর্গন্ধে বাড়িতে থাকতে পারি না। খালে বর্জ্য ফেলা নিয়ে প্রাণ-আরএফএলের চিফ প্ল্যান্ট অফিসার মঞ্জুরুল হকের সঙ্গে তর্কবিতর্ক করেছি কয়েকবার। যতবার তর্ক করেছি, ততবার মঞ্জুরুল হক এমপি আবু জাহিরের (হবিগঞ্জ-৩) কাছে নালিশ করেছেন, যে কারণে গত ইউপি নির্বাচনে আমি নৌকা প্রতীক পাইনি।’
রাজিউড়া ইউপি অফিসে বসে গত ২৪ ফেব্রুয়ারি বর্তমান চেয়ারম্যান মো. ফয়জুল ইসলাম ফজল বললেন, ‘এ ইউনিয়ন ও আশপাশের ৩৯টি গ্রাম শিল্প দূষণে আক্রান্ত। কিন্তু কিছুই করতে পারছি না। কারণ হবিগঞ্জে “একজন” আছেন, যার নির্দেশে ইউনিয়নের সরকারি দলের নেতারা শিল্প দূষণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেয় না।’
৫ এপ্রিল চেয়ারম্যান ফজল মোবাইল ফোনে জানান, গত ২৫ মার্চ উপজেলা আইনশৃঙ্খলা সভায় তিনি শিল্প দূষণের ব্যাপারে অভিযোগ তুলেছেন। ওই সভায় এমপি আবু জাহির, ইউএনও, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও অন্য সরকরি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু দূষণ নিয়ে কেউ কোনো কথা বলেননি।
জানতে চাইলে চেয়ারম্যান-মেম্বার সবাই স্বীকার করেন যে, শিল্প দূষণের বিরুদ্ধে রাজিউড়া ইউপি পরিষদের কোনো সভায় এ পর্যন্ত কোনো রেজল্যুশন নেওয়া হয়নি।
রাজিউড়া ইউপি মেম্বার জালাল আহমেদ দূষণের প্রতিবাদ করতে কয়েকবার উদ্যোগ নেন। কিন্তু আওয়ামী লীগ ও অন্যান্য দলের নেতারা তাকে মামলায় জড়ানোসহ নানাভাবে ভয়ভীতি দেখান বলে জানান তিনি। তবে নিজের নিরাপত্তার কারণে তিনি এসব নেতার নাম বলতে রাজি হননি। জালাল আহমেদ বলেন, ‘হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম আশ্বাস দিয়েছিলেন যে, তিনি নির্বাচিত হলে পরিবেশ দূষণমুক্ত করতে মাঠে নামবেন। নির্বাচিত হয়ে কিছুদিন এ নিয়ে সরব ছিলেন। কিন্তু অদৃশ্য কারণে এখন তিনি নীরব।’
চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম গত ১ এপ্রিল দেশ রূপান্তরকে বললেন, ‘নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধি ও নেতাদের নিয়ে এক সভায় আমাকে সভাপতি ও ইউএনওকে সদস্য সচিব করে “সুতাং নদী দূষণমুক্ত কমিটি” গঠন করা হয়। আমরা প্রাণ, স্কয়ারসহ অন্যান্য শিল্পকারখানা পরিদর্শন করি। তাদের দাবি, তারা ইটিপি ব্যবহার করে। প্রশ্ন ওঠে তাহলে পানি দূষিত হচ্ছে কীভাবে? আমি আশা করেছিলাম, জনগণ ও প্রশাসনকে নিয়ে আমরা শিল্প দূষণ বন্ধ করতে ওদের বাধ্য করতে পারব। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, একটি মহল ভয়ভীতি দেখিয়ে আমার লোকজনকে সরিয়ে নেয়।’ জেলার একজন এমপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘হবিগঞ্জের একজন “প্রভাবশালী ব্যক্তি” লোকজনের কাছে ছড়িয়ে দিয়েছেন যে, আমি শিল্পকারখানা থেকে টাকা নেওয়ার ধান্ধায় এ আন্দোলন করছি। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, টাকা কামাইয়ের ইচ্ছা থাকলে জেলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট হিসেবেই আমার শিল্পপতিদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়ার সুযোগ আছে। এর জন্য আন্দোলনের দরকার পড়ে না।’ তিনি ভুক্তভোগীদের কথার সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘হবিগঞ্জের ওই “হিটলার” নিশ্চয়ই কোনো না কোনোভাবে শিল্পকারখানা থেকে লাভবান হচ্ছেন; নইলে সুতাং নদী দূষণমুক্ত আন্দোলনে তিনি পরোক্ষভাবে বাধা দেবেন কেন?’
‘হিটলার’-এর নাম জনসম্মুখে প্রকাশ করছেন না কেন প্রশ্ন করলে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ‘আমি আওয়ামী রাজনীতি করলেও আমার ক্ষমতা সীমিত। ইচ্ছে করলেই সবকিছু পারব না।’
গত ১১ মার্চ দুপুরে শায়েস্তাগঞ্জের নূরপুর ইউপি অফিসে বসে চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া অভিযোগ করলেন, ‘যারাই শিল্প দূষণের বিরুদ্ধে আন্দোলনের জন্য মাঠে নামেন, তাদেরই দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে “খাম” ধরিয়ে দেওয়া হয়।’ তার আরও অভিযোগ, ‘হবিগঞ্জের “হিটলার সাহেবের” কয়েকজন “সাব হিটলার” আছে আমাদের এলাকায়। তারাই ভুক্তভোগীদের দমিয়ে রাখে।’
শিল্প দূষণ সম্পর্কে হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আবু জাহিরের সঙ্গে কথা বলতে তাকে কয়েকবার মোবাইল ফোনে কল ও দুবার খুদেবার্তা পাঠানো হলেও তিনি ফোন রিসিভ এবং খুদেবার্তার কোনো জবাব দেননি।
সুত্র – দৈনিক দেশ রুপান্তর থেকে নেওয়া