স্টাফ রিপোর্টার।। গতকাল শুক্রবার ১৯/০৬/২০ ইং তারিখে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাহুবলের পক্ষ থেকে উপজেলায় বর্তমানে আইসোলেশনে থাকা করোনা পজিটিভ রুগিদের মনোবল বৃদ্ধির লক্ষে উপহার হিসেবে মৌসুমী ফল বিতরন করা হয়। ফলগুলির মধ্যে ছিল লিচু, আম, আনারস, আপেল, কলা লেবু ও ভিটামিন সি যুক্ত কিছু খাবার।
উপহার সামগ্রীগুলি এসোসিয়েশনের সদসস্যরা রুগিদের বাড়িতে গিয়ে হস্থান্তর করেন। তাছাড়া বাহুবল সদর হসপিটালের দুইজন স্টাফের জন্য উপহার সামগ্রী উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আবু ইউসুফ এবং উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আউয়াল সাহেবের নিকট হস্থান্তর করা হয় এবং বাহুবল মডেল থানার করোনায় আক্রান্ত একজন পুলিশ সদস্যর জন্য উপহার সামগ্রী গ্রহন করেন উক্ত থানার অফিসার ইনচার্জের পক্ষে ডিউটি অফিসার জনাব আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন “ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশ অব বাহুবল” এর সভাপতি ইঞ্জিনিয়ার নিজামুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী আসাদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান, সহ অর্থ সম্পাদক লুৎফুর রহমান মোর্শেদ, সদস্য উদয় কর শান্ত, সদস্য আবু সিনা, প্রমুখ।