স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ চৌধুরী বাজার চৌরাস্তার ৫০ ফুট সামনে হবিগঞ্জ পৌরসভা থেকে পাবলিক টয়লেট ইজারা নিয়ে দোকান তৈরি করে রমরমা বাণিজ্য করে আসছেন এমদাদুর রহমান বাবুল নামে এক ব্যক্তি। বাবুল হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের মরহুম মোক্তার হোসেনের পুত্র ও শহরের কালীগাছতলা এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার (১২মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, পাবলিক টয়লেটের পাশে সরকারী জায়গা দখল করে ৫/৬টা দোকান বসিয়ে ভাড়া ব্যবসা চালিয়ে আসছেন তিনি। জনৈক জনপ্রতিনিধি ও যুবলীগ নেতার বড় ভাই হওয়ার সুবাদে শুধু সরকারী জায়গা দখলই নয়, ইজারার শর্ত ভঙ্গ করে টয়লেটে বসিয়েছেন সাটার, ময়লার কমেট সরিয়ে সেটাকেও বানিয়েছেন দোকান।
টয়লেটের পেছনে মাটি ফেলে ভরাট করে প্রায় এক একর সরকারী জায়গায় তৈরি করেছেন গুদাম ঘর। অনুসন্ধানে জানা যায়, টয়লেট, গুদামঘরসহ কয়েকটি দোকান থেকে এমদাদুর রহমান বাবুল প্রতি মাসে প্রায় ১ লাখ টাকা ভাড়া উত্তোলন করছেন। গত ১০/১৫ বছর ধরে সরকারী জায়গা বেদখল করে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি রীতিমতো ভাবিয়ে তুলেছে সাধারণ মহলকে।
এ নিয়ে গত ৯ মার্চ ‘পাবলিক টয়লেট দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ‘টয়লেট বাবুল’ শিরোনামে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশ হলে অনেকেই পত্রিকার টেলিফোন নাম্বারে ফোন করে টয়লেট বাবুলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। গতকাল শুক্রবার সরেজমিনে অনুসন্ধানকালে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ভাড়াটিয়া ফল ব্যবসায়ী জানান, মাস শেষ হবার আগেই ভাড়া চেয়ে বসেন বাবুল। ভাড়া দিতে দেরী হলে নানা হুমকি প্রদান করেন।
পাবলিক টয়েটের দায়িত্বে থাকা আরেক ব্যক্তি জানান, দৈনিক ১শ’ টাকা মজুরীর ভিত্তিতে কাজ করে আসছেন তিনি। দিন শেষে উত্তোলিত টাকার হিসেব কড়ায়-গন্ডায় নেন বাবুল। অভিযোগ আছে, পাবলিক টয়েলেটের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে তা অবৈধভাবে সরবরাহ দিচ্ছেন আশপাশের দোকানগুলোতে। এ ব্যাপারে আরও কয়েকজন স্থানীয় ব্যবসায়ী জানান, টয়লেট বাবুলের দখলে শুধু সরকারী জায়গাই নয়, দখল করেছেন রাস্তার ফুটপাতও, তার দখলে আছে ৮/১০ অস্থায়ী ফল-মূলের দোকান।
পাবলিক টয়লেটের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে অবৈধ দোকানগুলোতে সংযোগ দেয়ার বিষয়ে হবিগঞ্জ পিডিবি অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পাবলিক টয়লেট থেকে কোন অবৈধ সংযোগ দিয়ে থাকলে তার ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের জরিমানা করা হবে’।
এ ব্যাপারে এমদাদুর রহমান বাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ‘গত ১০/১৫ বছর আগে লীজ নিয়েছি, তবে এগুলো তো মানুষের ব্যক্তিগত বিষয়। পত্রিকায় না দিলে হয় না? যা করা হয়েছে নিয়ম মেনেই হয়েছে। আপনার এর বেশী কিছু জানার থাকলে পৌরসভায় যোগাযোগ করতে পারেন।
হবিগঞ্জ পৌরসভার সচিব ফয়েজ আহমেদ জানান, লীজ শর্ত ভঙ্গ করলে তা বাতিল বলে গণ্য করা হবে। পাবলিক টয়লেটের গঠন কাঠামো পরিবর্তন করে ব্যবসা প্রতিষ্ঠান গড়লে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।