ইউসেপ সিলেট অঞ্চলের হবিগঞ্জ এমপ্লয়ার্স কমিটির সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 22 December 2022
আজকের সর্বশেষ সবখবর

ইউসেপ সিলেট অঞ্চলের হবিগঞ্জ এমপ্লয়ার্স কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

ইউসেপ সিলেট অঞ্চলের আয়োজনে হবিগঞ্জ এমপ্লয়ার্স কমিটির সভা বুধবার (২১ ডিসেম্বর) হবিগঞ্জের
ওলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপ এর হবিগঞ্জ ইন্ডাস্ত্রিয়াল পার্ক এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় এম্পলয়ার্স কমিটির সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরীর সভাপতিত্ব করেন। ইউসেপের সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যাবস্থাপক মোহাম্মদ কাইয়ুম মোল্লা অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সাগত জানিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে ইউসেপ সিলেট অঞ্চলের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

ইউসেপ হাফিজ মজুমদারসিলেট টিভিইটি ইন্সটিটিউটের ডিসেন্ট এমপ্লয়মেন্ট টীম এর টীম লীডার জনাব মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রাণ-আরএফএল গ্রুপ, পাইওনিয়ার ডেনিম, ম্যাটাডোর কোম্পানি লিমিটেড, স্টার পোরসেলিনসহ হবিগঞ্জ এ অবস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট এর হেড অব টিভিইটি ইন্সটিটিউট মো:হুসাইন শাহীদ আনসারী, টিম লিডার-ডিসেন্ট এমপ্লয়মেন্ট মো:মনিরুজ্জামান, টিম লিডার-সোশ্যাল ইনক্লুশন মনি রানী দাশ, অফিসার ডিসেন্ট এমপ্লয়মেন্ট দেব জ্যোতি দাশ ও অফিসার ডিসেন্ট এমপ্লয়মেন্ট এ.কে.এম ফয়সাল করিম।

তাদের বক্তব্যে ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট হতে প্রশিক্ষণ সমাপনকারীদের কর্মক্ষেত্রে নিয়োগ এবং ইন্ডাস্ট্রিগুলোর সাথে আরও নিবিড়ভাবে কাজ করার ক্ষেত্রে উপস্থিত সদস্যদের মতামত আশা করেন এবং ইন্ডাস্ট্রিগুলোর চাহিদার সাথে মিল রেখে কারিকুলাম হালনাগাদ করার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ইউসেপ এর প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও, ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত নারী, প্রতিবন্ধী ব্যাক্তিসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণের ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা পালন করে আসছে। ইউসেপ বাংলাদেশ এর পক্ষ থেকে সভায় উপস্থিত অতিথিদের ইউসেপ এর এই কার্যক্রমে ভবিষ্যতেও সক্রিয়ভাবে পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন শাহজিবাজার পাওয়ার লি. এর এজিএম মো:শামিমুর রহমান, ম্যাটাডোর গ্রুপ এর ম্যানেজার (এইচআর) মো:সেলিম হোসেন, গ্রেটওয়াল লি. এর কারখানা ব্যাবস্থাপক মো: আল আমিন হোসেন, পাইওনিয়ার ডেনিম লি: এর এজিএম মো;ফারুক হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ ।

সভায় উপস্থিত সদস্যদের আলোচনায়, ইউসেপ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের ভুয়সী প্রশংসা করা হয়। বক্তারা জানান যে, ইউসেপ এর প্রশিক্ষণার্থীরা কাজের প্রতি আন্তরিক ও মনোযোগী হয়, তারা অন্যদের থেকে কাজে দক্ষ এবং তাদেরকে সহজেই কাজে সম্পৃক্ত করা যায়।

বক্তারা কিছু নতুন পেশার চাহিদার কথা উল্লেখ করেন এবং বলেন যে, বর্তমান যুগ অটোমেশনের, তাই বর্তমান শিল্প প্রতিষ্ঠানগুলোর চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ইউসেপ বাংলাদেশ এর প্রশিক্ষণ কার্যক্রম ও কোর্স কারিকুলামকে আরও যুগোপযোগি করার করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মোঃ মুসতাক চৌধুরী বলেন, ইউসেপ শিল্প প্রতিষ্ঠানগুলির জন্য আশীর্বাদ স্বরুপ। ইউসেপ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের কাজের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। তিনি ইউসেপ এর কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজনিয়তা উল্লেখ করে সকলকে ইউসেপ এর পাশে থাকার আহ্বান করেন।