ইউটিউব ভিডিওতে লোভনীয় আয়ের প্রস্তাবে মানুষ আজ সর্বস্বান্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 26 March 2024
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউব ভিডিওতে লোভনীয় আয়ের প্রস্তাবে মানুষ আজ সর্বস্বান্ত

Link Copied!

১/ online income bangla tutorial প্রতিদিন ইনকাম করুন ১০০০ থেকে ৫০০০ টাকা। ২ মিনিটের মধ্যে পেমেন্ট। ADS দেখে ইনকাম। ২/ অনলাইন থেকে প্রতিদিন ১ ডলার ইনকাম। Earn 1 Dollar / Day at home/ students income site. একাউন্ট খুললেই বোনাস। ২০২৪ সালের সেরা ইনকাম সাইট ১টি কাজে ২০০ টাকা ১০ টি কাজে ১০০০ টাকা ১৫ টি কাজে ৩০০০ টাকা ৩/ Smart IT Institute.
১ ডলার প্রতিদিন ইনকাম। একাউন্ট খুললেই বোনাস। এ সাইটটিতে ১৩/০৩/২৪ তারিখ সকালে আমার একজন পরিচিতজন নিম্নোক্ত পোস্টটি দিয়েছিলো। কিন্তু হায়! makebdt. com এর মতই রাত্রে আর পোস্টটি খুঁজে পাওয়া যায়নি। makebdt.com এ দেখলাম পজিটিভ অনেক মন্তব্য , তা অবশ্যই makebdt. com নিজস্ব লোক দ্বারা তৈরী অর্থাৎ নিরীহ মানুষের পকেট কাটা সদস্য। যাহোক উল্লিখিত ইউটিউব ভিডিওসহ makebdt.com সম্পর্কে যা শুনলাম, যা দেখলাম, তারই আলোকে জনসাধারণের উদ্দেশ্যে # আমার একটি পর্যালোচনা ও সতর্কবার্তা।

ক.–এত পজিটিভ মন্তব্যের মধ্যে আপনার নেগেটিভ মন্তব্যটি দেখা যাবে না। দেখা গেলেও আপনার মন্তব্যটি প্রতারক চক্রের টার্গেটকৃত জনগণের দৃষ্টিগোচর হবে না।

খ.–ঘটনার আলোকে makebdt.com scame এর গন্ধ পাওয়া যাচ্ছে। তাদের নিজস্ব সদস্য কর্তৃক সফলতার মন্তব্য লিখে সহজ-সরল জনসাধারণকে প্রতারিত করা হচ্ছে। তা না হলে makebdt.com প্রদত্ত 01306546220 নম্বরে টাকা সফলভাবে পাঠানো সত্ত্বেও কেন ব্যালেন্সে এড হলো না। পরে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য 01306546220 এই নম্বরে
ফোন করে জানা যায়, নম্বরটি সঠিক নয়।

মন্তব্যকারীগণ এত সফলতার কাহিনী শুনিয়ে অভাবী জনসাধারণের সহজ-সরলতার সুযোগে টাকা হাতিয়ে নেয়ার জন্য সুকৌশলে তৈরী করেছেন এই makebdt.com app. যারা এই সফটওয়্যারগুলি তৈরী করছেন, তাঁরা নিঃসন্দেহে দেশের অত্যন্ত মেধাবী ও গুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমাদের এই দেশে মেধাবীদের মূল্যায়ন না হওয়ায়, পেটের তাগিদে প্রতারক চক্রের ফরমায়েশি সফটওয়্যার তৈরি করছেন এই মেধাবী কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারগণ। আকাশসম জ্ঞানের অধিকারী হয়ে তাঁদের বিবেক-বুদ্ধি এত ত্বরিত মৃত্তিকায় পদদলিত হবে। এটা ভাবতে সত্যি অবাক লাগে। “সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ!”

গ.-এ বিষয়ে বেশ কয়েকবার নেতিবাচক মন্তব্য প্রদান করা হলেও, পরক্ষণেই আর ঐ মন্তব্যটি দেখা যায় না। আবার কিছুক্ষণ দেখা গেলেও মম্তব্য সংখ্যা তাদের পূর্বেরটাই দেখায়। তারা সফটওয়্যারটি এমনভাবে তৈরী করেছে যে, যারা এই লোভনীয় প্রস্তাবে টাকা বিনিয়োগ করবেন, তারা যেনো কোনক্রমেই makebdt.com সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য দেখতে না পারেন।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, আমি মন্তব্য প্রদানের সময় ১৪১টি পজিটিভ মন্তব্য দেখেছি, কোনোটি তিনদিন আগের, কোনোটি পনেরো মিনিট আগের, এ রকম আরও বিভিন্ন সময়ের এবং আমারটি শূণ্য সেকেন্ড আগের। আমার মন্তব্যটি উপস্থাপন করার একদিন অতিবাহিত হওয়ার পর দেখলাম, আমার মন্তব্যটি আর নেই এবং সেই গতকালের সফলতা সম্বলিত মন্তব্যগুলি ঠিকই আছে। পূর্বের সেই মন্তব্য সংখ্যা এখনও ১৪১ টি। পরে আমি subscribe করে যখন আবার নেতিবাচক মন্তব্যটি দিলাম, তখন এর ঘন্টা দুয়েক পরও দেখি মন্তব্যটি আছে, তবে সেই শূণ্য সেকেন্ডই দৃশ্যমান। এটা পরিপ্রেক্ষিত দৃষ্টিতে না দেখলে তাদের প্রতারণার সুক্ষ্ম বিষয়গুলো বুঝার কোনো ক্ষমতা কারোরই নেই।

ঘ.- makebdt.com app টির ‘about’ থেকে জানা গেল ” makebdt.com app টি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। আরও লিখেছে:- “আমাদের সাথে Bikroy, Daraz, Othoba এবং Ajkerdeal কোম্পানি আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের প্রধান কার্যালয়। এ রকম প্রতারণামূলক ব্যবসার অনুমোদন কি আদৌ সরকার দিয়েছে?

নিরীহ ও কোমলমতি জনসাধারণের প্রয়োজনীয়তার সুযোগকে কাজে লাগিয়ে “makebdt.com” “online income bangla tutorial” “Smart IT Institute” সহ এ জাতীয় অন্যান্য সাইট যেনো তাদের মিথ্যা ভিডিওর কথামালায় আকৃষ্ট না হতে পারেন, সে দিকে অবিশ্বাসের দৃষ্টি দিয়ে আমি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি ও সাবধান করছি।

সহজ-সরল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে, আপনারা কোনক্রমেই এই সমস্ত অনলাইন ভিত্তিক চটকদার ইউটিউব প্রস্তাব ও বয়ানে আকৃষ্ট হয়ে প্রতারিত হবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।

আল্লাহ জালিমকে অবকাশ দেন, তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনো ছাড় দেন না’ (মুসলিম)। আল্লাহ আমাদের অবকাশ দিচ্ছেন বলে আমরা যা ইচ্ছা তা করে যাব তা মোটেও ঠিক নয়। মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে তাদের সহজ-সরলতার সুযোগকে কাজে লাগিয়ে নিঃস্ব করে দিয়ে আপনি আপনার ভবিষ্যত গড়বেন, তা কখনো হয়নি, হবেও না। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, এ রকম জোচ্চোর – জালিয়াতির চরম দু:খ-দুর্দশা ও অসহায় জীবন-যাপনে নিমজ্জিত হওয়ার অসংখ্য ঘটনা।

উল্লিখিত প্রতারণামূলক প্রতিষ্ঠানের হাত থেকে সহজ-সরল মানুষগুলোকে রক্ষা করার ত্বরিত আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এগিয়ে আসার জোর আহবান জানাচ্ছি।

লেখক —

মো: আফতাব আনোয়ার
আর্টিস্ট (অবসরপ্রাপ্ত)
বিআরডিবি, ঢাকা-১২১৫