মাধবপুরে ইউএনও'র নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 May 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ইউএনও’র নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা

Link Copied!

মাধবপুরে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসারের নাম করে মোবাইল ফোনে বিভিন্ন লোকজনের কাছে রাইছ মিল,স’মিল মালিকদের সম্পর্কে তথ্য ও একই সাথে টাকা দাবী করে আসছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে এসেছে। এ ব্যাপারে মঙ্গলবার (৭ মে) উপজেলা নির্বাহী অফিসার তার অফিসিয়াল ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়ে জনসাধারণকে এ ধরনের ফোন পেয়ে বিভ্রান্ত না হয়ে প্রতিহত করার আহবান জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল ফোন(০১৭৩০-৩৩১১৩২) থেকে কারো কাছে এরকম কোনো ফোন করা হয়নি মর্মেও তিনি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল জানান, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করা যায় নি। তবে বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে প্রশাসন। শীঘ্রই এ বিষয়ে থানায় জিডি করা হবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।