ইংরেজী নববর্ষ ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 1 January 2021
আজকের সর্বশেষ সবখবর

ইংরেজী নববর্ষ ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

অনলাইন এডিটর
January 1, 2021 9:00 pm
Link Copied!

ছবি: ইংরেজী নববর্ষ ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

 

হৃদয় এস.এম শাহ্-আলম : মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বোজুড়া গ্রামে ইংরেজী নতুন বছর উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারী) দুপুর ২’টা থেকে দক্ষিণ বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায়ট সমিতি লিঃ এর উদ্যেগে বেজুড়া হাইওয়ে রাস্তার পাশে বেজুড়ার বিশিষ্ট মুরুব্বী হাজ্বী জিতু মিয়া সর্দারের সভাপতিত্বে খেলাটি অনুষ্টিত হয়।

খেলায় অংশ গ্রহনকারী দুটিট দল হল বেজুড়া সিক্সার্স ও বেজুড়া টান্ডার্স। খেলায় টসে হেরে বেট হাতে বেজুড়া সিক্সার্সের ১০৯ রানের করা ইনিংসে ৩ উইকেটে ১ ওভার হাতে রেখেই বেজুড়া টান্ডার্সে বিজয়ী হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, বিশেষ অতিথি বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এড. সাংবাদিক অলিদ মিয়া, সমাজ সেবক বেনু মিয়া, মহিলা মেম্বার মালেকা আজিজ, দলিল লিখক আব্দুল আজিজ, ইউ/পি যুবলীগ সভাপতি শাহাবুদ্দিন মিয়া, মালেক আনছারী, মিন্টন মালাকার, আব্দুর রউফ, রবেল আনছারী, আক্তার হোসাইন, প্রমূক।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে দেওয়া হয়।