আহ ছাত্রলীগ - বাহ ছাত্রলীগঃ মাহবুবুর রহমান, সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আহ ছাত্রলীগ – বাহ ছাত্রলীগঃ মাহবুবুর রহমান, সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ

Link Copied!

ছবি: মাহবুবুর রহমান সানি, সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ।

এই সব দেখার পর ছাত্রলীগ এর একজন সাবেক কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিতে আমার রুচিতে বাঁধবে ।
যাই হোক ২০১০ সালের সম্মেলন থেকে হবিগঞ্জ সার্কিট হাউজে বর বৌ খেলার ফসল এগুলো ।
রাজনীতিটাকে যেদিন থেকে ভ্রষ্ট লোকটা ব্যাবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যাবহার করা শুরু করল , সে দিন থেকে হবিগঞ্জ এর ঐতিহ্য বাহী সংগঠন ছাত্রলীগএ ,রিক্সা ওয়ালার ছেলে , সি এনজি স্ট্যান্ড এর ম্যানেজার অছাত্ররা স্থান পেতে শুরু করল। হয়ে গেল পা চাটা কুকুর গুলো নেতা !
আরে ছাত্রলীগ আমরা ও করেছি আর যতদিন ছাত্রলীগ করেছি একদিন ও আদর্শ চ্যুত হইনি আর রাজপথে বুক ফুলিয়েই করেছি পদচারণা।
চাটুকারিতা বা সাদাকে কালো বলার অভ্যাস নেই বলে হয়ত নেতা হতে পারিনি এর বাস্তব প্রমান কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

এত সব প্রমান দেখার পর ও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সাইদুর মাহি এমন কাজ করেছে !
তাদের সাথে নিয়ে আমি কায়েস চৌধুরী কত সংগ্রাম করেছি রাজ ভাই আর মুকিত মামুর সাথে , যেন ছাত্রলীগটা গঠনতন্ত্র মাফিক চলে ।আর মাহির সাথে আমার সব সময় কথা হত যে আমি বা মাহি যেই নেতা হই দলের নিবেদিত ছেলেদের নেতা বানাব কখনো আদর্শ চ্যুত হব না । অবশ্য আরো আগেই মাহি কথা রাখতে ব্যর্থ হয়েছে, তবু এমন কেলেংকারী আশা করিনি ।
সাবেক সহযোদ্ধা হিসাবে আমি লজ্জিত ।

যাই হোক এই নিউজকে খুব শিঘ্রই মিথ্যা প্রমাণ করবে সাইদুর মাহি এই প্রত্যাশায় রইলাম ।

 

সহ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগ।

সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।