ঢাকাMonday , 2 September 2024
আজকের সর্বশেষ সবখবর

আসুন বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করি, সমালোচনার দরকার আছে

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের একটা সুযোগ ছিল দেশে সুশাসন প্রতিষ্ঠা করার। কিন্তু অস্বীকার করার উপায় নাই যে, আওয়ামী লীগের গত তিনটা টার্মেই দুর্নীতিকে একটা নর্ম বানিয়ে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য।

আজকের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের এই চরম অবমাননার জন্য আওয়ামী লীগই দায়ী। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে সার্বজনীন করা হয়নি। চাটুকাররা এগুলোকে ব্যবহার করেছে এবং করতে দেওয়া হয়েছে। শেষের দিকের আওয়ামী লীগ সরকারের যারা ছিল তাদের সিংহভাগের দেশপ্রেম বা দলীয় আদর্শ কোনটাই ছিল না। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে দল থেকে আলাদা করার একটা সুযোগ ছিল, করা হয়নি। মুক্তিযোদ্ধাদের যার যা প্রাপ্য তা স্বীকার করে নিলে তো আরও মহান হতে পারতেন। এগুলো নিয়ে নোংরা রাজনীতি করা হয়েছে।

২০১৩ সালের শাহবাগ আন্দোলন করেছিল যে প্রজন্ম, তারা তো আওয়ামী লীগের আমলের প্রজন্ম ছিল না। কিন্তু ২০২৪ সালে যে প্রজন্ম মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগকে টেনে হিঁচড়ে নামালো, তারা তো সবাই আওয়ামী লীগের আমলেই পড়াশোনা করে বেড়ে উঠল। তাহলে দোষটা কার? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে অযোগ্য লোকদের ক্ষমতায় বসিয়ে। আমরা তো সবাই এগুলো নিয়ে সব সময় কথা বলেছি। হ্যাঁ, আমরা চিৎকার করিনি। আমাদেরও কি ভয় ছিল না? যারাই কথা বলেছে তারাই সমস্যায় পড়েছে।

আওয়ামী লীগ একটা লিমিটেড কোম্পানির থেকেও খারাপ অবস্থায় চলে গিয়েছিল। শেখ পরিবারের কাছে চলে গেলেই হয়ে গেল, আর কিছু লাগতো না। রাজনীতি করার কোনও পরিবেশই ছিল না। একটা লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কখনোই নিজের পরিবারের অযোগ্য লোকদের সিইও বানাবে না, কারণ ব্যবসা লাটে উঠবে। সে দেখে শুনে একজন যোগ্য লোককেই সিইও বানাবে। কিন্তু রাষ্ট্রপ্রধান কি ঐ নীতি মেনে চলেছেন কোনও ক্ষেত্রে? আরও কিছুদিন থাকলে ঘরের চাকর বাকর এমপি-মন্ত্রী হয়ে যেত।

এভাবে তো চলতে পারে না। যা হওয়ার তাই হয়েছে। মাঝখান থেকে দেশটার বারোটা বেজে গেল। আমার সাথে মাঝে মধ্যে বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা ফোন করে। সে খুব সুন্দর করে শেখ হাসিনার আত্মীয় স্বজন হিসেবে এমপি মন্ত্রী নেতা বড় পদে আছে এরকম ৫০ জনের নাম বলতে পারে। শেখ হেলাল, শেখ পরশ, শেখ তাপস, শেখ তন্ময়, শেখ জুয়েল, শেখ ফুয়েল, শেখ মুয়েল। আমি মাঝে মধ্যে বলি, দাঁড়াও দাঁড়াও আমি লিখে নিচ্ছি। সে পরে লজ্জা পায়। বলে, দাদা কী যে বলেন সব নামতো আপনার জানাই আছে। এই যে আপনে খাইয়া না খাইয়া নিজের অসাধারণ একটা হ্যাপি লাইফ রেখে দিনের পর দিন আওয়ামী লীগের জন্য লিখতেছেন, যখন আওয়ামী লীগ ফিরবে তখন আপনে ঘুরে ফিরে যেই লাউ সেই কদুই থাকবেন। আর মজা নিবে, ঐ ওরাই।

আমি তখন গীতার বাণী আউরাই, আমি তো নিষ্কাম কর্মে বিশ্বাসী। কিছু পাওয়ার আশায় করি না। বাই দ্যা ওয়ে, অনেকেই হয়তো বলবেন, আমি এখন কেন এগুলা বলছি। আগে কেন বলি নাই। যারা আমাকে চিনেন না তাদেরকে বলি, আমি আমার জুরিডিকসনের মধ্যে থেকে যথাসাধ্য করেছি। হবিগঞ্জ জেলার পরিচিত কেউ থাকলে জেনে নিবেন। এই সমালোচনা করতে গিয়েই বর্তমানে আমি ২২টা মামলার আসামী, সবগুলোতেই ওয়ারেন্ট পেন্ডিং। সাথে ২৫০ কোটি টাকার মানহানি মামলাও আছে। সবগুলো মামলা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারাই।

সুশান্ত দাশ গুপ্ত