ঢাকাTuesday , 4 April 2023
আজকের সর্বশেষ সবখবর

আশ্রয়ণ প্রকল্পে কৃষি উপকরণ বিতরণ করলেন মোতাচ্ছিরুল ইসলাম

Link Copied!

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের রতনপুর আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগী পরিবারের মধ্যে প্রদর্শনী স্থাপনের জন্য কৃষি উপকরণ বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান,হবিগঞ্জ-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম।

মঙ্গলবার (৪এপ্রিল) দুপুর ১২টার দিকে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২৬ পরিবারের হাতে কৃষি উপকরণ তোলে দেন তিনি।

এসময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, বসতবাড়ির আঙিনা ও পরিত্যক্ত জায়গায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন হলে পরিবারগুলোকে আর বাজার থেকে সবজি কিনে খেতে হবে না। চাহিদা মিটিয়ে অবশিষ্ট সবজি বাজারেও বিক্রি করতে পারবে তারা। এতে আর্থিকভাবে লাভবান হবে পরিবারগুলো। এর ফলে দিন দিন জনপ্রিয়তা লাভ করবে নিরাপদ পারিবারিক পুষ্টি বাগান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তাররে সভাপতিত্বে ও সদর উপজেলার কৃষি অফিসার সুকান্ত ধরের পরিচালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।