প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের পুর্নবাসনের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় গৃহ নির্মাণ কাজ চলমান আছে।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এর নির্দেশনায় স্থানীয় সরকার উপ-পরিচালক মাহমুদ নাজমুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মিন্টু চৌধুরী যথাক্রমে মাধবপুর এবং নবীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি) বিকেলে তারা পরিদর্শন করেন ।
এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় বিভিন্ন পরামর্শ প্রদান করেন।