আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 4 February 2022
আজকের সর্বশেষ সবখবর

আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা

জি কে ই্উছুফ
February 4, 2022 9:28 am
Link Copied!

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের পুর্নবাসনের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় গৃহ নির্মাণ কাজ চলমান আছে।

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এর নির্দেশনায় স্থানীয় সরকার উপ-পরিচালক মাহমুদ নাজমুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মিন্টু চৌধুরী যথাক্রমে মাধবপুর এবং নবীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি) বিকেলে তারা পরিদর্শন করেন ।

এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় বিভিন্ন পরামর্শ প্রদান করেন।