পবিত্র রমজান উপলক্ষে হবিগঞ্জ শহরে ৩ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০মার্চ) দুপুরে শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। রমজানে আল খায়ের ফাউন্ডেশনের এসব সামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা যায় অসহায় ও দরিদ্র মানুষদের। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম প্রমূখ।
নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে সারিবদ্ধভাবে টোকেনপ্রাপ্ত সুবিধাভোগীদের বসিয়ে সুশৃঙ্খলভাবে চালভর্তি বস্তা ও অন্যান্য খাদ্য সামগ্রীর প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে, চাল, ছোলা, ডাল, আটা, তেল, চিনি, দুধ, মসলা ও খেজুরসহ প্রায় আড়াই হাজার টাকা মূল্যের মালামাল।