আর কতো বয়স হলে বয়স্কভাতার কার্ড পাবেন জামেলা খাতুন ? - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 19 February 2022

আর কতো বয়স হলে বয়স্কভাতার কার্ড পাবেন জামেলা খাতুন ?

Link Copied!

দু চোখের কোণে জল ৭০ বছর বয়সী নিঃসন্তান জামেলা খাতুনের । আঁচলে জল মুছে, আবার জমাট বাঁধে। বেঁচে থেকেও আজ মৃতের শামিল সে। স্বামী আব্দুল খালেক কে হারিয়েছেন গত বছর।

যদিও বয়সের ভারে অনেক আগেই কর্মশক্তি হারিয়েছেন তিনি। স্বামী মারা যাওয়ার পর জামেলা প্রতিবেশীর বাড়িতে কোনরকম কাজ করে জীবিকা নির্বাহ করেন।

অনেক সময় অনাহারে-অর্ধাহারে দিন কাটে এই বৃদ্ধার। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। হতদরিদ্র বিধবা জামেলার ভাগ্যে আজো জোটেনি বয়স্ক ভাতা কার্ড ।

স্থানীয় সাবেক ওয়ার্ড মেম্বারের কাছে কাকুতি মিনতি করেও মেলেনি একটি বয়স্ক ভাতার কার্ড। ফিরতে হয়েছে শূন্য হাতে। ফলে অভাব-অনটনের সঙ্গে পাল্লা দিয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

হতভাগা বৃদ্ধা জামেলা বেগমের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামে। কিন্তু সেখানে তার ভিটেবাড়ি কিছুই নেই। নিকটাত্মীয় বলতে ভাই ছাড়া কেউই নেই তার।

সরেজমিনে শনিবার তার গ্রামে গেলে দেখা মিলে জামেলার। সাংবাদিক দেখেই দুচোখ ভিজিয়ে কান্না শুরু করেন জামেলা। তার প্রশ্ন ‘আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পামু?খুব কষ্টে দিন যাইতাছে, ঔষধ খাইতাম টেকা নাই। এখন আর কাম কাজ ও করতে পারি না।

সরকার যদি আমারে একটা বয়স্ক ভাতা কইরা দিত। ব্যাপারে স্থানীয় বাসিন্দা বাঁধন দেব জানান, জামেলার ছেলে মেয়ে নাই স্বামী ও মারা গেছেন। একটা বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার কার্ড হলেও অন্তত কিছুটা চলতে পারত জামেলা।

জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খাঁন জানান আমি নতুন নির্বাচিত হয়েছি। বিষয়টি আমি অবগত ছিলাম না। বৃদ্ধা জামেলা খাতুন আমার সাথে যোগাযোগ করলে বরাদ্দ সাপেক্ষে তাকে বয়স্ক ভাতার ব্যাবস্থা করে দেওয়া হবে ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়