আমার হবিগঞ্জ পত্রিকার তিন রত্ন মানিক-সুমন-তারেক এর জামিন মঞ্জুর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আমার হবিগঞ্জ পত্রিকার তিন রত্ন মানিক-সুমন-তারেক এর জামিন মঞ্জুর

Link Copied!

 

স্টাফ রিপোর্টার।। আজ ১৩ জুলাই দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার তিন রত্ন মানিক-রায়হান-তারেক এর জামিন মঞ্জুর করেছেন মাননীয় জেলা ও দায়রা জজ আদালত, হবিগঞ্জ।

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার হবিগঞ্জ পত্রিকার তিন সাংবাদিক মানিক-সুমন-তারেক গত ২৮ জুন হবিগঞ্জ সদর থানায় আত্মসমর্পণ করেন। এ সময় আত্মসমর্পণের সার্বিক বিষয়ে সহযোগিতা করেছিলেন আমার হবিগঞ্জ পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট শিবলী খায়ের। প্রথমে তাদের আত্মসমর্পণ দেখিয়ে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সম্প্রতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ পরিবেশনের অভিযোগ এনে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাদী হয়ে গত ২১শে মে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুশান্ত দাস গুপ্ত, নির্বাহী সম্পাদকঃ নুরুজ্জামান মানিক, বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন ও প্রধান প্রতিবেদক তারেক হাবিবকে।

ঘটনার দিন অদৃশ্য কারণবশত দ্রুতগতিতে গ্রেপ্তার করা হয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাস গুপ্তকে। পরবর্তীতে সারাদেশের গণমাধ্যম একযোগে প্রতিবাদ করে সুশান্ত দাস গুপ্তের মুক্তির দাবিতে। দীর্ঘ ২৮ দিন জেলে থেকে গত ১৮ জুন আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন সুশান্ত দাস গুপ্ত।

উল্লেখ্য, গত ১৪ ই এপ্রিল থেকে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পথ চলা শুরু, শুরু থেকেই একের পর এক অন্যায় এর বিরুদ্ধে নিউজ করে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকাটি। ঠিক তখনই রাজনৈতিক ইস্যু তৈরি করে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে বাদী বানিয়ে এডভোকেট মোঃ আবু জাহির এমপি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করান।

আত্মসমর্পণের ১৫ দিন পর আজ ১৩ জুলাই মাননীয় আমজাদ হোসেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত হবিগঞ্জ, মানিক সুমন তারেকের জামিন আবেদন মঞ্জুর করেন। শুনানিতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপক্ষে এডভোকেট সিরাজুল হক চৌধুরী (পিপি), বিবাদী পক্ষ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষে আদালতে ছিলেন এডভোকেট আশরাফুল বারী নোমান, এডভোকেট মুহিত চৌধুরী, এডভোকেট আব্দুল হাই, আইন উপদেষ্টা শিবরী খায়ের সহ আরো অনেকে এবং বাদীর পক্ষে আদালতে ছিলেন এডভোকেট নিলাদ্রী পুরকায়স্তসহ আরো অনেকে। উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন জামিন আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার তিন সাংবাদিক মানিক-সুমন-তারেক গত ২৮ জুন হবিগঞ্জ সদর থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় আজ জামিনে মুক্ত হয়েছেন।