আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে চুনারুঘাটে খোয়াই নদীর বাঁধ রক্ষার্থে আদালতের আদেশ। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 15 February 2022
আজকের সর্বশেষ সবখবর

আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে চুনারুঘাটে খোয়াই নদীর বাঁধ রক্ষার্থে আদালতের আদেশ।

Link Copied!

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রথম পাতায় ১৪ ফেব্রুয়ারী প্রকাশিত হয় ‘চুনারুঘাটে অবাধে চলছে খোয়াই নদীর দুই পাড়ে অবৈধভাবে মাটি কাটা, হুমকির মুখে প্রতিরক্ষা বাঁধ’ শীর্ষক প্রধান প্রতিবেদন।

এ প্রতিবেদনটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের আমলী আদালত, চুনারুঘাট, হবিগঞ্জের দৃষ্টিগোচর হয়। আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে ওইদিনই চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কে বিষয়টি আমলে নিয়ে সরেজমিন পরিদর্শন পূর্বক আগামী ১৫ মার্চ এর ভেতর বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করেন।

এছাড়াও তদন্তে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও সংবাদের প্রতিবেদককে আদেশ প্রদান করেন। এ সংক্রান্ত মামলায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা ঐদিনের মূল কপি সংযুক্ত করতেও আদেশে নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদ বিশ্লেষণ করে আদালত অভিমত প্রদান করেন যে, হবিগঞ্জের গুরুত্বপূর্ণ নদী তথা খোয়াই নদী এলাকায় নিয়মবহির্ভূতভাবে ও আইন লংঘন করে মাটি ও বালু উত্তোলন এবং স্থানীয় প্রতিরক্ষা বাধকে হুমকির মুখে ফেলে প্রকাশ্যে মাটিকাটা ও বালু উত্তোলন হচ্ছে।

উক্ত সংবাদ অভিযোগ বালু মহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারা, বাংলাদেশ পানি আইন ২০১৩ এবং বিধিমালা ২০১৮ এর লঙ্ঘন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

প্রসঙ্গত এর আগে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা সংবাদ প্রকাশিত হয় যে, হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর দুই পাড়ের দৃশ্য দেখলে মনে হয় স্থান গুলি যেন মাটি বিক্রির পাইকারি হাট। প্রতি বছর শীত মৌসুম আসলেই খোয়াই নদী থেকে মাটি কাটার প্রতিযোগিতায় নামে স্থানীয় প্রভাবশালী মহল।

খোয়াই নদীর দুই পাশের বাঁধ কেটে বিকট শব্দে ওঠানামা করছে শত শত ট্রাক্টর। রাত দিন মাটিবাহী ট্রাক্টর চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছে নদীর দু’ই পাড়ের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত প্রতিরাক্ষাবাঁধ হুমকির মুখে পড়েছে। ধুলা বালুর কারণে দুর্ভোগের শিকার আশপাশে বসবাস করা শত শত পরিবার। বিপন্ন হচ্ছে পরিবেশ।

ভারত থেকে প্রবাহিত খরস্রোতা খোয়াই নদীকে এক সময় বলা হত হবিগঞ্জের দুঃখ। প্রতি বছরই বন্যায় প্লাবিত হত এই জেলা। পরে নদীর দুই পাড়ের জনপদকে বন্যার তীব্রতা থেকে রক্ষা করতে কোটি কোটি টাকা ব্যয়ে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়।

স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খোয়াই নদীর দুই পাড়ের অন্তত ৩০ টি স্থান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে তারা। মাটি পরিবহনের জন্য নদীর পাড়ে ট্রাক্ট, ট্রাক্টর এমনকি এক্্রাকেভেটর মেশিন প্রবেশ করাতে প্রতিরক্ষা বাঁধ কেটে রাস্তা তৈরী করছে । এতে প্রতিরক্ষা বাঁধ হুমখীতে পড়েছে। এবারের বন্যায় পৌর শহরসহ আশপাশের গ্রাম প্লাবিত হতে পারে বলে আশষ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিন ঘুরে ও এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, খোয়াই নদীর দু-পড়ে এক সময় গম, আখ, আলু, ডালসহ বিভিন্ন ফসল ফলাত এলাকার কৃষক। কিন্তু এখন এমন দৃশ্য আর নেই। আমকান্দি, কাচুয়া, রাজারবাজর, ধনশ্রী, কাজিরখিল, বাঘবাড়ী এলাকা শ্যালু মেশিন, ট্রাক, ট্রাক্টরের শব্দে প্রকম্পিত হয়। নদীর মাটি বিক্রি হচ্ছে সড়ক বা বাড়িঘর নির্মাণের কাজে, ইটভাটায় ইট তৈরির কাজে ।

নদীর পাড় থেকে র্দীঘ দিন ধরে মাটি কাটার ফলে মূল নদীর সাথে পাড় মিশে গেছে। প্রতিরক্ষা বাঁধ কাটা ও বাঁধের ওপর দিয়ে ট্রাক, ট্রাক্টর অবাধে চলাচল করার কারনে বাঁধ র্দুবল হয়ে পড়েছে। বছরের পর বছর ধরে এভাবে নিয়মহীন ভাবে মাটি কাটাা চলছে। এভাবে মাটি কাটা হচ্ছে অথচ পানি উন্নয়ন বোর্ড ( পাউবো) নির্বিকার। মাটি কাটা প্রতিরোধে তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে যোগাযোগ করলে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ আলী আশরাফ আদালতের নির্দেশনা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।