চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও কোডবাড়ি এলাকার খোয়াই নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর অনিয়মের অনুসন্ধানে শুরু করেছে দুদক।
গত ২০ আগস্ট বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (ডিজি) রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়। এর আগে, ‘চুনারুঘাটে ইজারা বহির্ভূত জায়গায় বালু ও মাটি উত্তোলন, হুমকিতে নদীরক্ষা বাধঁ ও কৃষি জমি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ।
পরে সংবাদটি নজের আসে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর। ডিজি স্বাক্ষরিত এ পত্রে দ্রুত তদন্ত সম্পন্ন করে আইনআনুগ ব্যবস্থা গ্রহন পূর্বক পুনরায় দুদককে অবগত করার অনুরোধ করা হয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসককে।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) আব্দুস সালাম জানান, অনিয়মের ঘটনার তদন্তের নির্দেশনা আসছে। দ্রুত তদন্ত সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও কোডবাড়ি এলাকার খোয়াই নদীতে প্রায় ২ ডজন ড্রেজার মেশিন দিয়ে নদীরক্ষা বাঁধ থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলো সেলিম আহমেদ, আহাদ মিয়া এবং বাচ্চু মিয়ার নেতৃত্বে একটি চক্র।
এ ঘটনায় তথ্যবহুল সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ। এর আগে ওই বালু খেকো চক্রের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরসহ আইনআনুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।